Published : 25 Dec 2023, 02:02 PM
তিন দশক আগে ‘ডর’ সিনেমাকে ঘিরে সানি দেওল ও শাহরুখ খানের সম্পর্কে তৈরি হয়েছিল শীতলতা। এতকাল বাদে সানি বলছেন, সময় সব ‘ক্ষত’ সারিয়ে দিয়েছে।
১৯৯৩ সালে বড়দিনে মুক্তি পায় ‘ডর’। সিনেমার নায়ক হয়েছিলেন সানি আর খল চরিত্রে ছিলেন শাহরুখ। যশ চোপড়া পরিচালিত ‘ডর’ হল সেই হিন্দি সিনেমা, যেখানে নায়কের চেয়ে খলনায়ক বেশি সমাদৃত হয়।
ওই সিনেমা করে অভিনয় খ্যাতি ছড়িয়ে পড়ে ইন্ডাস্ট্রিতে নতুন আসা তরুণ অভিনেতা শাহরুখের। যেখানে নায়কের প্রশংসা পাওয়ার কথা, সেখানে প্রশংসিত হন খলনায়ক।
বিষয়টি মেনে নিতে পারেননি সে সময়ের প্রতিষ্ঠিত অভিনেতা সানি দেওল। এ নিয়ে শুরু হয় মন কষাকষি। এর পরে আর কোনো সিনেমায় তারা একসঙ্গে কাজ করেননি। বিষয়টি নিয়ে সানি বা শাহরুখ মুখও খোলেননি।
আনন্দবাজার লিখেছে, মুম্বাইয়ে কয়েকদনি আগে এক টেলিভিশন শোতে গিয়ে সানি এ প্রসঙ্গে বলেন, “অল্প বয়সে সব কিছু অন্য রকম থাকে। কিন্তু সময়ের সঙ্গে আমরা আরও পরিণত হই এবং জীবনের গুরুত্ব বুঝতে পারি। শাহরুখের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই বরং কৃতজ্ঞতা আছে।“
কেন কৃতজ্ঞতা জানতে চাইলে ‘গদর’ নায়ক সানি বলেন, “কিছুদিন আগে ‘গদর ২’ সিনেমার ‘সাকসেস’ পার্টিতে শাহরুখ এসেছিলেন। সে সময় শাহরুখ তার ‘জওয়ান’ সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন, তাই আমি পার্টিতে তাকে আশাই কিরিনি। কিন্তু শাহরুখ এসেছিলেন।“
ওই পার্টিতে শাহরুখ এবং সানিকে একসঙ্গে ক্যামেরাবন্দি হন। সোশাল মিডিয়া এবং সাংবাদমাধ্যমে বড় জায়গা করে নিয়েছিল ওই ছবি।
সানি বলেন, “শাহরুখ পার্টিতে খুব অল্প সময়ের জন্যই এসেছিলেন। তারপর ওর সঙ্গে আর দেখা করার সুযোগ হয়নি। কিন্তু সুযোগ পেলে খুব ভালো লাগবে।“
ধর্মেন্দ্র পুত্র সানিকে আগামীতে দেখা যাবে আমির খান প্রযোজিত ‘লাহোর’ সিনেমায়। সাতচল্লিশের দেশভাগের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই সিনেমা।
‘লাহোর’ নিয়ে সানির ভাষ্য, “ঈশ্বরের অশেষ কৃপা যে এমন একটি চিত্রনাট্য হাতে এসেছে।“
বলিউডে বচ্চন ও কাপুর পরিবারের একচেটিয়া রাজত্বে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর দুই ছেলে সানি ও ববি দেওলের চলতি বছরের উত্থানকে দারুণ ঘটনা হিসেবে দেখছেন চিত্র সমালোচকরা।
চলতি বছর সানির ‘গদর ২’ এবং ‘অ্যানিমাল’ সিনেমায় ববির রাজসিক প্রত্যাবর্তন দুই ভাইকে কেবল আলোচনাতেই আনেনি, তাদের হাতে ধরা দিয়েছে নতুন নতুন চিত্রনাট্য, ক্যারিয়ারে কাটতে চলেছে খরা।
এদিকে এক বছরে সিনেমা মুক্তিতে হ্যাটট্রিক করা শাহরুখ খান আগামী কাজের কথা চূড়ান্ত করে ফেলেছেন। আগামী বছরের মার্চ-এপ্রিল নাগাদ শুরু হবে শাহরুখের পরের সিনেমার কাজ।