Published : 18 Jan 2024, 09:44 PM
নতুন বছরের মাস এখনও পেরোয়নি, কিন্তু এরইমধ্যে দেশের তারকা জগতের কয়েকজন শিল্পী বিন্দুমাত্র পূর্বাভাস না দিয়ে নিজেদের জীবনের সানাই বাজিয়ে দিয়েছেন। আবার বিয়ের অনুষ্ঠানের আগাম ঘোষণা দেওয়ার তালিকাতেও আছেন কেউ কেউ। কেউবা মাস বা বছরখানেক আগে বিয়ে সেরে নিলেও প্রকাশ্যে এনেছেন পরে।
তবে তারকাদের বিয়ের ধুম লেগেছে গেল বছরের শেষ নাগাদ থেকে। মৌসুমী হামিদ, নাজিয়া হক অর্ষা, ফারহান আহমেদ জোভান, অবন্তি সিঁথিসহ নাটক-সংগীত জগতের সাত পরিচিত মুখের বিয়ের খবর এসেছে এবারের শীতের মৌসুমে। জেনে নেওয়া যাক সেইসব বিয়ের খবর।
পাত্রের দেখা পেলেন মৌসুমী হামিদ
বছরখানেক আগে ছোটপর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ বলেছিলেন, তিনি বিয়ের জন্য পাত্র খুঁজছেন ঠিকই কিন্তু ব্যাপারটা আটকে যাচ্ছে 'উচ্চতায়'। অর্থাৎ বিয়ের জন্য নিজের সমান উচ্চতার ছেলের খোঁজ পাচ্ছেন না তিনি। এবার পাত্রের সঙ্গে পাত্রীর উচ্চতা মিলেছে কীনা জানা না গেলেও, খবর এসেছে বিয়ে করেছেন মৌসুমী।
গেল ১২ জানুয়ারি নাটক রচয়িতা ও নির্মাতা আবু সাইয়িদ রানাকে বিয়ে করেন মৌসুমী। আগের দিন তাদের গায়েহলুদ হয়।
বছর দুয়েক আগে নির্মাতা গোলাম সোহরাব দোদুল পরিচালিত একটি নাটকে কাজ করতে গিয়ে রানার সঙ্গে পরিচয় হয় মৌসুমীর। সেই থেকে ধীরে ধীরে দুজনের সম্পর্ক এগিয়েছে। রানার লেখা দুটি গল্পে অভিনয়ও করেছেন এই অভিনেত্রী। পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন তারা। মৌসুমী নিজেই তার ফেইসবুকে গায়েহলুদ ও বিয়ের অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছেন।
জোভানের বিয়ে, বিব্রত নীলাঞ্জনা নীলা
টিভি নাটক, চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান বিয়ে করেছেন। জোভান ও মৌসুমীর বিয়ে হয় একদিনে, গত ১২ জানুয়ারি। স্ত্রীর সঙ্গে দুটি ছবি ফেইসবুকে শেয়ার করে নিজেই বিয়ের খবরটি জানান জোভান। সেখানে জোভান লেখেন, “...অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।”
জোভানের এই পোস্টে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন আরেক অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। জোভান বিয়ের পোস্টে বিস্তারিত জানাননি। পোস্টটি ট্যাগ করেন তার স্ত্রী নির্জনাকে। সেই ট্যাগটি নীলাঞ্জনার ভেবে অনেকেই শুভেচ্ছা জানান নীলাঞ্জনা নীলাকে।
পরদিন নীলাঞ্জনা নীলা ফেইসবুকে লেখেন, “থ্যাংক ইউ ফর দ্য লাভ এন্ড কংগ্রাচুলেশন্স। অ্যা বিগ সারপ্রাইজ ফর মি। ঘুম থেকে উঠে শুনলাম আমার বিয়ে হয়ে গেছে। জাস্ট অ্যা লিটল মিক্সআপ, ইটস নট মাই ওয়েডিং ডে। হোয়েন দ্য টাইম কামস, আই উইল শেয়ার দ্য জয় উইথ অল অফ ইউ।”
জোভানের স্ত্রী সাজিন আহমেদ নির্জনা বিনোদন জগতের বাইরের মানুষ। এই তরুণী পড়াশোনা করছেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। নির্জনার সঙ্গে জোভানের প্রেমের সম্পর্ক দেড় বছরের। তাদের বিয়ে হয়েছে পারিবারিকভাবেই।
ইমরানকে দুই মাস আগে বিয়ে করেন অর্ষা
ফেইসবুকে মৌসুমী ও জোভানের বিয়ের খবর থিতিয়ে না আসতেই গেল রোববার বিয়ের কথা জানিয়ে ফেইসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। তিনি বিয়ে করেছেন অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে। দুই মাস আগে পারিবারিকভাবে বিয়ে হলেও খবরটি পরেই জানান অর্ষা।
কোভিড মহামারীর শুরুর বছর ২০২০ সালে বায়োস্কোপ অরিজিনালস সিরিজ ‘সুন্দরী’তে একসঙ্গে কাজ করতে গিয়ে ইমরানের সঙ্গে পরিচয় হয় অর্ষার। তখন সম্পর্কটা শুধু সহশিল্পীই ছিল। ২০২২ সালে সম্পর্কটা বন্ধুত্ব থেকে প্রেমে রূপ নেয়।
এক বছর আগে বিয়ের কথা চলে, অর্ষার মা অসুস্থ হওয়ার কারণে পিছিয়েও যায়। মা সেরে ওঠার পর দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে সাভারে অর্ষার বাড়িতে বিয়ে হয়। শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে অর্ষা বলেছেন।
অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান জুটি বেঁধে অভিনয় করেছেন 'সাহস' সিনেমায়। এছাড়া 'জাহান' ওয়েব সিরিজেও একসাথে অভিনয় করেছেন তারা।
ওটিটিতে ‘মহানগর’ সিরিজের পুলিশ কর্মকর্তা মলয় চরিত্রে অভিনয় করে পরিচিতি পান মোস্তাফিজুর নূর ইমরান। এছাড়া‘কাইজার’, ‘জাহান’সহ বেশ কয়েকটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।
এ মাসেই বিয়ে করবেন স্বাগতা
চলতি মাসের শেষে বিয়ে করবেন বলে জানিয়েছেন অভিনয়শিল্পী জিনাত সানু স্বাগতা। অভিনেত্রীর হবু বরের নাম ড. হাসান আজাদ।
কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নেওয়া হাসান পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি হাসান একজন শিল্পীও; তিনি গান করেন, যুক্ত আছেন লেখালেখিতেও। ইংরেজিতে একটি বইও লিখেছেন স্বাগতার হবু বর।
লিজার বিয়ের খবর প্রকাশ্যে আসে নভেম্বরে
গত ১৯ নভেম্বর প্রকাশ্যে আসে সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজার বিয়ের খবর। বিয়ের ব্যাপারে গুঞ্জন অবশ্য চাউর হয়েছিল আরও আগেই। তবে লিজার মুখ থেকে এ ব্যাপারে শোনা যায়নি একটি কথাও। গেল নভেম্বরে লিজার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবি থেকে ছড়িয়ে যায় বিয়ের খবরটি।
পরে লিজা জানান, ২০২২ সালের ডিসেম্বরে ঘরোয়া আয়োজনে তার বিয়ে হয়েছে যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী পাত্র সবুজ খন্দকারের সঙ্গে। পরে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা থাকলেও সেটি নানা কারণে আর হয়ে ওঠেনি।
লিজা বলেন, ২০১৫ সালের দিকে গানের একটি অনুষ্ঠানে সবুজের সঙ্গে তার পরিচয় হয়। চলতি বছরের প্রথম দিন লিজা ফেইসবুকে তার প্রোফাইল ছবি পরিবর্তন করে স্বামীর সঙ্গে বিয়ের একটি ছবি শেয়ার করেন।
গানের মডেল থেকে বিয়ের পিঁড়িতে আঁচল
২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি তরুণ গায়ক সৈয়দ অমিকে বিয়ে করেন ঢাকাই সিনেমার অভিনেত্রী আঁচল আঁখি, তবে খবরটি প্রকাশ করেন গেল বছরের ৩০ নভেম্বর।
২০২০ সালের ডিসেম্বরে একটি মিউজিক ভিডিও নিয়ে অমি ও আঁখির পরিচয়ের শুরু। পরে ২০২১ সালের জানুয়ারিতে গানের শুটিং হয়, গানটি প্রকাশও হয় ওই মাসেই। কাজের সাফল্য উদযাপন করতে ঢাকার একটি রেস্তোরাঁয় আখিঁকে আমন্ত্রণ জানান অমি। সেখানেই সরাসরি আঁখিকে বিয়ের প্রস্তাব দেন অমি। পরে ২০২১ সালের ফেব্রুয়ারির ১৫ তারিখে বিয়ে করেন তারা।
অবন্তির সিঁথিতে সিঁদুর ওঠে বিজয় দিবসে
বিদায়ী বছরের ১৬ ডিসেম্বর আরেক গায়িকা অবন্তি সিঁথি বিয়ে করেন। পাত্র অমিত দে লন্ডনপ্রবাসী, সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন।
পাশাপাশি তিনি গান করেন। একসঙ্গে গান করতে গিয়েই অবন্তি ও অমিতের পরিচয়। পরে পারিবারিকভাবেই বিয়ে হয়। বিয়ের পর নেপালে তারা হানিমুনও করেছেন।