Published : 30 Apr 2023, 09:55 PM
স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে তার সাফল্যের জন্য অভিবাদন জানিয়ে গঞ্জনা সইতে হল বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে। তার কারণেই আজকাল কম সিনেমা করছেন অভিনেত্রী, এমন অভিযোগ শুনে পাল্টা জবাবও দিলেন তিনি।
সম্প্রতি ঐশ্বরিয়া অভিনীত ‘পোনিয়িন সেলভান ২’ এর সাফল্যের প্রশংসায় টুইট করলে অভিষেক কটাক্ষের স্বীকার হন বলে এনডিটিভি জানিয়েছে।
টুইটারে অভিষেক লেখেন, “পিএস ২ অসাধারণ! ভাষা হারিয়ে ফেলেছি, রীতিমতো অভিভূত। সিনেমার গোটা টিমের জন্য শুভকামনা রইলো। দারুণ কাজ করেছে।”
স্ত্রীর প্রশংসায় তিনি লেখেন, “তোমার এত দিনের সেরা কাজ ঐশ্বরিয়া রাই।”
এই টুইটের নিচেই এক ঐশ্বরিয়া ভক্তের তীর্যক মন্তব্য পড়ে। ওই ব্যক্তি লেখেন, “‘আপনারর গর্বিত হওয়া উচিৎ। এবার তাকে আরও সিনেমায় সাইন করতে দিন। আপনি আরাধিয়ার (তাদের মেয়ে) খেয়াল রাখুন।”
#PS2 is simply FANTASTIC!!!
— Abhishek ???????????????????????????????? (@juniorbachchan) April 29, 2023
At a loss for words right now. So overwhelmed. Well done to the entire team #ManiRatnam @chiyaan @trishtrashers @actor_jayamravi @Karthi_Offl and the rest of the cast and crew. And so, so proud of the Mrs. Her best by far. #AishwaryaRaiBachchan
এই প্রশ্নের জবাবে অভিষেকও লেখেন, “তাকে সাইন করতে দেব? স্যার, কিছু করার জন্য তার অবশ্যই আমার অনুমতির প্রয়োজন নেই। বিশেষ করে এমন কিছু যা সে ভালোবাসে।”
প্রায় ১৬ বছরের বিবাহিত জীবনে বেশ সুখেই আছেন এই তারকা দম্পতি। বিভিন্ন সময় তাদের দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও তার বাস্তব কোনো্ ভিত্তি খুঁজে পাওয়া যায়নি।
ভারতের ‘চোল’ রাজবংশের উত্তাল সময়ের প্রেক্ষাপট নিয়ে সিনেমা ‘পোনিয়িন সেলভান ২’ এ পঘুভুরের রানি নন্দিনীর ভূমিকায় অভিনয় করেছেন ঐশ্বরিয়া।
তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির উপন্যাস ‘পোনিয়িন সেলভান’ অবলম্বনে নির্মিত সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পায় গত বছর। ব্ক্স অফিসে ‘ভালো’ ব্যবসা করা সিনেমাটির নির্মাতা মণিরত্নম তখন জানিয়েছিলেন সিকুয়েলে হাত দিচ্ছেন তিনি।
সিনেমার সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। শুক্রবার তামিল ছাড়াও হিন্দি, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষার মুক্তি পেয়েছে সিনেমাটি।