Published : 11 Dec 2023, 04:42 PM
ভারতের কিংবদন্তী অভিনেতা দেব আনান্দের শততম জন্মবার্ষিকী ছিল মঙ্গলবার। অংসখ্য রোমান্টিক সিনেমা আর গানের জন্য স্মরণীয় হয়ে আছেন এ অভিনেতা। এ নায়কের সাথে মজার এক মুহূর্তের কথা তার জন্মদিনে স্মরণ করেছেন অভিনেত্রী সায়রা বানু।
দেব আনান্দের সঙ্গে নিজের একটি সাদাকালো ছবি মঙ্গলবার ইনস্টাগ্রামে শেয়ার করে প্রয়াত অভিনেতাকে জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানান সায়রা বানু। সঙ্গে লেখেন, “দেব সাবের সাথে আরেকটি মজার ঘটনা ঘটেছিল, আগামীকাল সে সম্পর্কে লিখব।”
অভিনেত্রী তার প্রতিশ্রুতি রেখেছেন। শঙ্কর মুখার্জির ‘পেয়ার মহব্বত’ সিনেমার কিছু ভিডিও শেয়ার করে বুধবার ইনস্টাগ্রামে তিনি বলেছেন সেই গল্প।
“আমরা সমুদ্রের মাঝখানে একটি ছোট নৌকায় শুটিং করছিলাম, দেব সাহেব দুলতে থাকা নৌকায় অস্বস্তি বোধ করছিলেন। এক সময় নৌকা থেকে পড়েই গেলেন, একদম সাগরের জলে।
“আমারও একটা বাজে অভ্যাস ছিল, একবার হাসি পেলে কয়েক মিনিট ধরে হেসেই যেতাম। আমরা তাকে জল থেকে টেনে নৌকায় তুললাম। কিন্তু তখনো আমার হাসি থামছিল না। সে সময় দেব সাহেব আমার দিকে এমন কটমট করে তাকিয়েছিলেন, মনে হচ্ছিল আমি বুঝি জমে যাব!”
সায়রা বানু জানান, ‘পেয়ার মহব্বত’ সিনেমার আউটডোর শুটিংয়ের পুরো সময় জুড়ে ‘প্রেম পূজারি’র স্ক্রিপ্টের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন দেব আনান্দ। ১৯৭০ সালের সেই সিনেমায় দেব আনান্দের সঙ্গে অভিনয় করেছিলেন ওয়াহিদা রেহমান। তবে ‘প্রেম পূজারি’র জন্য দেব আনান্দের প্রথম পছন্দ ছিলেন সায়রা বানুই।
দীর্ঘ ক্যারিয়ারে ১১৪টি সিনেমায় কাজ করেছেন দেব আনান্দ। এর মধ্যে আছে জিদ্দি (১৯৪৮), বাজি (১৯৫১), সানাম (১৯৫১), সিআইডি (১৯৫৬), পেয়িং গেস্ট (১৯৫৭), কালাপানি (১৯৫৮), লাভ ম্যারেজ (১৯৫৯), কালা বাজার (১৯৬০), হাম দোনো (১৯৬১), তেরে ঘর কে সামনে (১৯৬৩), গাইড (১৯৬৫), প্রেম পূজারী (১৯৭০), হরে রাম হরে কৃষ্ণ (১৯৭১), হীরা পান্নার (১৯৭৩) মত সিনেমা।
এসব সিনেমার কিছু গান যেন কখনও পুরনো হওয়ার নয়। ‘অভি না যাও ছোড়কর কে দিল অভি ভরা নেহি’, ‘ছোড় দো আঁচল জামানা কেয়া কাহেগা’, ‘অ্যায়সে তো না দেখো’ ও ‘আজ ফির জিনে কী তামান্না হে’ তেমনই কিছু গান। সংবাদসূত্র: এনডিটিভি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)