Published : 12 Jun 2025, 07:55 AM
শিশুকে নিয়ে ভ্রমণ মানেই একরাশ দুশ্চিন্তা, এমনটাই ভাবেন অনেক বাবা-মা। অথচ কিছু দরকারি জিনিস সাথে রাখলে এই অভিজ্ঞতাকে সহজ ও আনন্দদায়ক করে তোলা সম্ভব।
দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো অভিজ্ঞ বাবা-মা ও বিশেষজ্ঞরা এমন কিছু ভ্রমণ সামগ্রীর তালিকার কথা বলেছেন সিএনএন ডটকম’য়ের একটি প্রতিবেদনে। যেগুলো শিশুদের নিয়ে ভ্রমণে সাহায্য করবে শান্ত ও ঝামেলাহীন একটি যাত্রা নিশ্চিত করতে।
অতিরিক্ত ডায়াপার, কাপড় ও ওয়াইপস
ভ্রমণে শিশুর জন্য অতিরিক্ত ডায়াপার, ফর্মুলা, কাপড় এবং ওয়াইপস রাখা অপরিহার্য। অনেকেই মনে করেন শুধু নবজাতক থাকলেই এগুলোর প্রয়োজন হয়। তবে বড় হওয়ার পরেও পানি ছিটানো, বমি বা দুর্ঘটনাবশত কাপড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়।
পানি নির্ভর পণ্য শিশুদের জন্য নিরাপদ। কারণ এতে রয়েছে কেবল বিশুদ্ধ পানি ও ফলের নির্যাস। ত্বক বা দেহের অন্যান্য জায়গা পরিষ্কারের জন্য এটি আদর্শ।
খেলনা ও ছোট ছোট বিনোদন
একেকটি খেলনা বা কার্যকলাপ ১৫ মিনিটের জন্য পরিকল্পনা করতে হবে। এটি দীর্ঘ ফ্লাইটেও শিশুকে ব্যস্ত রাখতে সহায়ক হবে।
উদাহরণ হিসেবে বলা যায়, ‘উইন্ডো স্টিকার’ খুবই কার্যকরী, যা বিমানের জানালা বা হোটেল কক্ষেও ব্যবহৃত হতে পারে। শিশুর বয়স অনুযায়ী খেলনা নির্বাচন করতে হবে যেন তারা নিজের মতো করে ব্যস্ত থাকতে পারে।
ইলেকট্রনিক্স ও হেডফোন
শিশু বড় হলে ট্যাবলেট বা ফোনে কিছু ডাউনলোড করে রাখা বেশ কাজে আসে।
যুক্তরাষ্ট্রভিত্তিক শিশু ও পরিবার ভ্রমণবিষয়ক ব্লগ ‘স্টাফ্ড সুটকেস’য়ের প্রতিষ্ঠাতা কিম টেইট সিএনএন ডটকম-এ প্রকাশিত প্রতিবেদনে পরামর্শ দেন, “অফলাইনেও চলে এমন অ্যাপ বা ভিডিও আগেভাগে ডাউনলোড করে রাখতে হবে। এছাড়া যাতে তারা একই সাথে শুনতে পারে আলাদা ক্যাবল ছাড়াই সে ব্যবস্থাও করতে হবে।”
প্রযুক্তিগত অনুষঙ্গ
পারিবারিক ভ্রমণবিষয়ক ব্লগার লেসলি হার্ভি বলেন, “টিনএইজ সন্তানদের জন্য আমরা সব সময় মাল্টিপোর্ট চার্জিং স্টেশন সঙ্গে রাখি, যাতে একটি প্লাগ থেকে একাধিক ডিভাইস চার্জ দেওয়া যায়।”
অন্যদিকে পেশাদার ভ্রমণ সাংবাদিক সারাহ গিলিল্যান্ড বলেন, “এক্সটেনশন কর্ড’ ও ‘কেবল অর্গানাইজার’ নিয়েও ভ্রমণে গেলে ঝামেলা কমে। এতে হোটেল রুমে সুবিধা মতো জায়গায় চার্জ দেওয়া সম্ভব হয়, এমনকি বেবি মনিটর বসানোও সহজ হয়।”
স্বাস্থ্য সুরক্ষা ও ওষুধ
রাতে বা দুর্গম স্থানে ওষুধের দোকান পাওয়া মুশকিল হতে পারে। তাই সঙ্গে জ্বর কমানোর ওষুধ, ঠাণ্ডা-কাশির সিরাপ, থার্মোমিটার এবং ফার্স্ট এইড কিট রাখা জরুরি।
এছাড়া পোর্টেবল সাউন্ড মেশিন কিংবা ফোনে বেটার স্লিপ অ্যাপ ডাউনলোড করে রাখা যায়, যাতে হোটেলে সবাই ভালো ঘুমাতে পারে।
নিরাপত্তা ও সিটিং গিয়ার
শিশুদের জন্য গাড়িতে ভ্রমণের সময় নিরাপত্তা আসন (কার সিট) খুব জরুরি। একটি হালকা, ভাঁজযোগ্য ও ব্যাকপ্যাকে রাখার জন্য উপযোগী। এ ধরনের সিটিং গিয়ার বিমানেও ব্যবহার করা যায়।
অনেক ধরনের ‘কার সিট’ রয়েছে যা ব্যাকপ্যাকে ধরে। আর গন্তব্যে পৌঁছে সহজেই সেগুলো বেলুনের মতো ফোলানো যায়। এগুলো এতটাই পাতলা ও হালকা যে হাত ব্যাগে বহন করা যায়, এবং নিরাপত্তার কোনো কমতি হয় না।
আরও পড়ুন