গ্রামগঞ্জে সাপ্তাহিক হাট খুবই পরিচিত দৃশ্য। কিন্তু শহরে হাট- বেমানান শোনালেও খোদ রাজধানীর বুকেই মিলবে গ্রাম্য হাটের আমেজ। ঢাকার ‘মেরাদিয়া হাট’ তেমনই একটি হাট। প্রতি বুধবার বনশ্রী সড়কের ওপর বসে এই হাট। ভোর থেকেই রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাটুরেরা হরেক জিনিস নিয়ে হাজির হন হাটে।