কোরবানির ঈদের সময় ঘনিয়ে আসায় উত্তরের দুই জেলা দিনাজপুর ও পঞ্চগড়ের বিভিন্ন হাটে জমে উঠেছে পশু বিক্রি। স্থানীয় হাটগুলোতে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। ক্রেতারা হাট ঘুরে ঘুরে পছন্দের পশু কিনছেন; কোথাও আবার তুলনামূলক দাম কমও পাচ্ছেন।