Published : 14 Feb 2023, 10:38 PM
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার সন্ধ্যায় তারা বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনকে উদ্ধৃত করে বাসস জানিয়েছে।
এই সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম, নবনির্বাচিত রাষ্ট্রপতির স্ত্রী রেবেকা সুলতানা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান রাষ্ট্রপ্রধান আবদুল হামিদ ও তার স্ত্রী।
আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান এবং তারা পরস্পর কুশল বিনিময় করেন ও স্বাস্থ্যের খোঁজখবর নেন বলে বাসস জানিয়েছে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রপতিকে জানান। বঙ্গভবনে প্রধানমন্ত্রী নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রীতি অনুযায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদকেও ফুলেল শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পর আগামী এপ্রিলে বিদায় নিচ্ছেন আবদুল হামিদ। তার উত্তরসূরি হিসেবে ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন।
আবদুল হামিদের মেয়াদ শেষে ২৪ এপ্রিল রাষ্ট্রপ্রধানর দায়িত্ব নেবেন সাহাবুদ্দিন।