Published : 01 Mar 2025, 07:40 PM
বৈষম্যবিরোধী ছাত্রদের গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক’ ও ‘গণপরিষদ নির্বাচন’ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।
শনিবার দুপুরে ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, “আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? সেকেন্ড রিপাবলিক কখন হয়?
“গণপরিষদ কেন হবে? এর মধ্যে তো আরও একটি উদ্দেশ্য আছে।”
জুলাই অভ্যুত্থানের জনআকাঙ্খার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এনসিপি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের ঘোষণপত্র উপস্থাপন করেন আহ্বায়ক নাহিদ ইসলাম।
সদ্য উপদেষ্টার পদ ছাড়া জুলাই অভ্যুত্থানের সামনের সারির এই নেতা সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যের কথা তুলে ধরেন।
এনসিপির ঘোষণাপত্রে ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠার সংকল্প ব্যক্ত করা হয়। নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদ নির্বাচনকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও তুলে ধরা হয়।
এনসিপির এ দুটি লক্ষ্যের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, “আমি সমালোচনা করতে চাই না। প্রত্যেক রাজনৈতিক দলেরই তার নিজস্ব কর্মপন্থা থাকবে, আদর্শ থাকবে, গঠনতন্ত্র এবং ঘোষণপত্রে এরকম ঘোষণা থাকে।
“কেউ সমাজতন্ত্র চায়, কেউ অন্য কিছু চায়, কেউ হয়ত ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এরকম অনেক কিছু থাকে বিভিন্ন দলের রাজনৈতিক ঘোষণাপত্রে।”
তিনি বলেন, “আমি নতুন বন্ধুদের বলতে চাই, সেকেন্ড রিপাবলিক… আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? সেকেন্ড রিপাবলিক কখন হয়? রিপাবলিকের লিটার্যাল মানে কি? রিপাবলিক হচ্ছে যেখানে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে তাদের একটা ‘নমিন্যাল’ অথবা ‘ইলেক্টেড হেড অব দ্য স্টেট’ থাকবে। সেটা কি আমাদের নেই?”
‘গণপরিষদ দাবি: অন্য মতলব আছে’
এনসিপির গণপরিষদের দাবিকে সন্দহের চোখে দেখছেন সালাহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, “যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে, আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে।”
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবির সমালোচনা করে তিনি বলেন, “৫ আগস্টের ছাত্র গণঅভ্যুত্থান কি মেম্বার-চেয়ারম্যান ইলেকশনের জন্য হয়েছিল? দেশের পৌরসভা, উপজেলা চেয়ারম্যানদের নির্বাচনের জন্য কি ৫ আগস্ট হয়েছিল? তাহলে তারা কেন শুধু মেম্বার-চেয়ারম্যান ইলেকশনের জন্য এই দাবি তুলেছে?
“গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের পথটা যত দীর্ঘায়িত হওয়া যায়, ততই বোধহয় তাদের লাভ। কারো ক্ষমতা দীর্ঘায়িত হবে আর কারো কারো মনবাসনা পূর্ণ হবে।”
তিনি বলেন, “আমাদের এখানে গণপরিষদ নির্বাচনের জন্য আমরা কি নতুনভাবে একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। রাষ্ট্র তো স্বাধীন আছে। আমরা একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র।
“আমাদের যেভাবেই হোক একটা সংবিধান আছে, যে সংবিধানটাকে এখনো পুরোপুরি ঔন করি না বলে ব্যাপক সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। যে সংবিধানকে শেখ হাসিনা দলীয়করণ করে গণতন্ত্রের বিপক্ষে নিজেদের পক্ষে সাজিয়েছিলেন, সেজন্য সেটার সংস্কার দরকার।”
তবে জুলাই আন্দোলনের গর্ভ থেকে জন্ম নেওয়া এনসিপিকে স্বাগত জানিয়েছেন বিএনপির এই নেতা।
‘এনসিপির নবযাত্রাকে স্বাগতম’
সালাহ উদ্দিন বলেন, “কালকে (শুক্রবার) একটি রাজনৈতিক দলের শুভ সূচনা হয়েছ। আমাদের দলের পক্ষ থেকে রিজভী সাহেব (রুহুল কবির রিজভী আহমেদ) গিয়েছিলেন। আমরা স্বাগতম জানিয়েছি তার আগের দিন আমাদের দলের বর্ধিত সভা থেকে। এখান থেকে আমি তাদের (এনসিপি) নবযাত্রাকে স্বাগতম জানাই।”
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে তুলে ধরে তিনি বলেন, “গণতন্ত্রের মাঠে শত ফুল ফুটবে সেটাকে আমরা সব সময় স্বাগত জানাব।”
‘এক মাসের আল্টিমেটাম’
জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “পরিস্কার শুনে রাখুন মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে অতি শিগগিরই জাতীয় সংসদের নির্বাচনী রোডম্যাপ প্রদান করতে হবে।”
“যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে, আমরা কোন প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগুবো।”
‘ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে টিকিয়ে রাখতে হবে’
সালাহ উদ্দিন আহমেদ বলেন, “যারা সেকেন্ড রিপাবলিকের ঘোষণাপত্র তাদের দলীয় ঘোষণাপত্রে রেখেছেন সেটা ওখানে থাক। যারা গণপরিষদের মধ্যে দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে চান সেটা আপনারা যখন পারবেন করবেন।”
“কিন্তু বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে আর যাতে কোনো বিলম্ব না হয় সেজন্য আমরা যাতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ রাখি এটাই আমাদের আহ্বান। যেকোনো মূল্যে রাজপথে গড়ে উঠা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমাদের টিকিয়ে রাখতে হবে।”
তিনি বলেন, “ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে যদি কোনো রকমের ফাটল সৃষ্টি হয় তাহলে লাভবান হবে পতিত ফ্যাসিবাদ ও তার দোসরা।”
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের মুক্তিযোদ্ধা মিলনায়তনে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন সালাহ উদ্দিন আহমেদ।
‘ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ)’ উদ্যোগে সৈয়দ আবদাল আহমেদ সম্পাদিত ‘নন্দিত নেত্রী বেগম খালেদা জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এই আলোচনা সভা হয়।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরীর সভাপতিত্ব করেন।
এনআরএফ এর সদস্য সচিব ফরিদ উদ্দিন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, স্বেচছাসেবক বিষয়ক সহ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর সহধর্মিণী বিথীকা বিনতে হোসাইন, এনআরএফের আহ্বায়ক ও ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ গ্রন্থের লেখক সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ।