Published : 04 Oct 2024, 10:51 PM
সংযুক্ত আরব আমিরাতে শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালিত শুল্কমুক্ত ‘বিগ টিকিট’ লটারিতে ২০ মিলিয়ন দিরহাম অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৬৬ কোটি টাকা জিতেছেন এক বাংলাদেশি নির্মাণশ্রমিক।
তার নাম আবুল মনসুর (৫২), পিতা আবদুল সবুর। বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।
বৃহস্পতিবার আবুধাবিতে অনুষ্ঠিত ২৬৭ সিরিজের টিকিট নম্বর ৩১১৫৭৩ দিয়ে এ লটারি জিতেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিজের অনুভূতি জানিয়ে আবুল মনসুর বলেন, “আমরা ১৩ জন বন্ধু মিলে এবারের এই টিকিট কিনেছিলাম। ওই বন্ধুরাও পেশায় আমার মতো নির্মাণশ্রমিক, এ খাতে আয়-উপার্জন কম। সবার আগে বন্ধুদের সবার হক বুঝিয়ে দিতে চাই।”
জীবিকার তাগিদে ১৯৯০ সালে প্রথম ওমানে প্রবাস জীবনযাপন শুরু করেন আবুল মনসুর। দুবছর ওখানে থেকে ১৯৯২ সালে আসেন দুবাই। তারপর সৌদি আরব হয়ে ২০০৭ সালে আসেন আবুধাবিতে।
পরিবারে আবুল মনসুরের স্ত্রী, এক মেয়ে এবং দুই ছেলে আছেন। দুই ছেলেই দুবাইয়ে কাজ করেন।
ভাগ্য সুফলা হলেও সংযুক্ত আরব আমিরাত ছাড়তে চান না তিনি। এখানে ব্যবসা-বাণিজ্য করার ইচ্ছে তার।
এর আগে অগাস্টে আবুধাবির গ্রিন সিটি আল আইনের ৩৬ বাংলাদেশি এক টিকিটে এ লটারি জিতেছিলেন।