Published : 30 Jan 2025, 04:00 PM
মালদ্বীপে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন প্রবাসী বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় এক মালদ্বীপীয়কে আটক করেছে স্থানীয় পুলিশ।
আহত বাংলাদেশির নাম ফরিদ মিয়া (৫০), বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নে।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী মালে থেকে দূরবর্তী কাফু অ্যাটলের গাফারু দ্বীপে এ ঘটনার বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে ‘মিহারু নিউজ’ ও ‘দেন এমভি’-সহ স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, ওইদিন সকালে দ্বীপের রাস্তায় আরও কয়েকজন সহকর্মীর সঙ্গে কাজে যাচ্ছিলেন ফরিদ। তখন তাকে পেছন থেকে ধারালো ছুরি দিয়ে পিঠের বাম পাশে আঘাত করে পালিয়ে যায় এক মালদ্বীপীয়।
তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় ফরিদকে দ্বীপটির স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরে তাকে রাজধানী মালেতে স্থানান্তর করা হয়েছে।
তবে কী কারণে ফরিদকে ছুরিকাঘাত করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জাজিম জাউফর নামে একজন স্থানীয় নাগরিককে গ্রেপ্তার দেখায় পুলিশ। বর্তমানে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে মালদ্বীপের বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী জসিম উদ্দিন বলেন, “বিষয়টি জানার পর মালদ্বীপ পুলিশের সঙ্গে যোগাযোগ করে আহত বাংলাদেশি ফরিদ মিয়ার মোবাইল নাম্বার সংগ্রহ করি। পরে তার সঙ্গে কথা হয় বিষয়টি নিয়ে। তাকে বলা হয়েছে দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য।”
“বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন এবং এ মামলায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিম এবং আরও দুজন সাক্ষীর বক্তব্য নেওয়া হয়েছে, প্রাসঙ্গিক প্রমাণ সংগ্রহ করেছেন পুলিশ”, যোগ করেন এই দূতাবাস কর্মকর্তা।