Published : 21 Aug 2022, 10:53 PM
সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার রাতে আবুধাবি নোভেল হোটেলে আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ওই অনুষ্ঠানটি হয়।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মন্ত্রী প্রকৌশলী মোশাররফ হোসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর ও প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আরব আমিরাতের বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন,পরিষদের সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, সহ সভাপতি শওকত আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন, গোলাম কাদের ইফতি ও আবুধাবি যুবলীগের সভাপতি জাকের হোসেন জসীম।
এতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, "বঙ্গবন্ধু হত্যার মূল হোতা জিয়া।তার পুত্র ২১ অগাস্ট গ্রেনেড হামলা করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল, কিন্তু রাখে আল্লাহ মারে কে?আজ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মাথা তুলে দাঁড়িয়েছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনের মাধ্যমে আমাদেরকে আবার ক্ষমতায় আসতে হবে।"
তিনি প্রবাসীদেরকে এ জন্য বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নে অংশ নিতে আহ্বান জানান।
চট্টগ্রাম থেকে নির্বাচিত প্রবীণ এ আওয়ামী লীগ নেতা বলেন, ,”সঙ্গী সাথী সবাই চলে গেছে। জহুর আহমদ চৌধুরী, এম এ হান্নান,আজিজ, মান্নান, মহিউদ্দিন, আক্তারুজ্জামান বাবু সবাই চলে গেছে। আমি একাই আছি এখনও। আন্দোলন-সংগ্রামে তখনও ছিলাম এখনো আছি। নয় মাসের মুক্তিযুদ্ধে বড় বড় অভিযানে নেতৃত্ব দিয়েছি। চট্টগ্রাম তখন নেতৃত্ব শূন্য বঙ্গবন্ধু আমাকে বুকে টেনে নিয়েছিলেন।"
তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী ঘরানার সংগঠনগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।