Published : 02 Jun 2025, 08:49 PM
প্রতি বছরের ন্যায় এবারও কোরবানির পশু নিয়ে জামালপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে দুটি ‘ক্যাটল’ স্পেশাল ট্রেন ঢাকার পথে রওনা হয়েছে।
প্রতিটি ট্রেনে ২৫টি করে বগি রয়েছে; যেখানে ১৬টি করে গরু ওঠানো হয়েছে। দুটি ট্রেনে মোট ৮০০টি গরু রয়েছে। আর প্রতিটি গরুর জন্য ভাড়া নেওয়া হচ্ছে মাত্র ৫০০ টাকা।
সোমবার বিকাল সাড়ে ৪টায় একটি এবং বিকাল সাড়ে ৬টায় অপর একটি ট্রেন ইসলামপুর বাজার স্টেশন থেকে ছেড়ে গেছে বলে জানান ইসলামপুর রেলওয়ে স্টেশন মাস্টার শাহিন মিয়া।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার ইসলামপুর থেকে ৭৫টি বগি বুকিং করেছেন পশু ব্যবসায়ীরা। প্রতিটি বগির ভাড়া আট হাজার টাকা করে নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে তৃতীয় ট্রেনটি ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
ব্যবসায়ী ও খামারি বলছেন, ট্রেনে পশু পরিবহনে খরচ কমার পাশাপাশি এড়ানো যাবে যানজটের ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি। ভোগান্তি ছাড়া ও কম খরচে ট্রেনে পশু পরিবহনে খুশি তারা।
গরু ব্যবসায়ী রাজু হোসেন বলে, বিশেষ এই ট্রেন চালু করায় নিরাপদে তারা ঢাকায় গরু নিয়ে যাচ্ছেন।
তবে অবিক্রীত গরু নিয়ে ঢাকা থেকে ফেরার জন্য ফিরতি ট্রেনের ব্যবস্থা করারও দাবি করেছেন তিনি।
স্টেশন মাস্টার শাহিন মিয়া বলেন, প্রতিটি বগিতে নেওয়া যাবে ১৬টি করে গরু। ভাড়া কম হওয়ায় গরু পরিবহনে ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে।