Published : 19 May 2025, 01:00 PM
মাগুরা সদর উপজেলায় ‘চোর সন্দেহে’ এক কিশোরকে প্রথমে মারধর করা হয়; পরে ছাড়া পেয়ে বাড়ি ফেরার পথে তাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
ছেলেকে মারধরের খবর পেয়ে বাবাসহ তিনজন ঘটনাস্থলে গেলে তাদেরকেও ছুরিকাঘাত করা হয় বলে জানায় পুলিশ।
রোববার রাতে উপজেলার আলোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী।
নিহত হাসান শেখ (১৭) ওই গ্রামের পান্জু শেখের ছেলে।
আহতরা হলেন- একই এলাকার শিপন শেখ (২৭), মিজান শেখ (৪০) এবং পানজু শেখ (৪৫)। আহতদের প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক।
হাসান শেখের চাচাতো ভাই শাকিল শেখ বলেন, “হাসান রাত ১২টার দিকে রাজীব শেখের বাড়িতে গেলে তাকে ‘চোর সন্দেহে’ গাছের সঙ্গে শেকল দিয়ে বেঁধে মারধর করা হয়। পরে রাজীকের ভাই আল আমিন শেখের হাত-পা ধরে মাফ চেয়ে ছাড়া পায় হাসান।
“সেখান থেকে বাড়ি ফেরার পথে তাকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন রাজীব। খবর পেয়ে হাসানের বাবা পানজুসহ প্রতিবেশীরা রাজিবের বাড়িতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।”
তিনি বলেন, এ সময় শিপন, মিজান ও পানজুকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা হাসপাতালে নেওয়ার পথে হাসান মারা যায়।
ওসি আইয়ুব আলী বলেন, দুই পরিবারের মধ্যে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া মামলা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে জানতে রাজীব শেখের মোবাইল নম্বরে কল করা হলে তা বন্ধ পাওয়া গেছে।