Published : 19 Oct 2022, 10:05 PM
বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে গাজীপুরের টঙ্গীতে ইয়াম্মি ফুড অ্যান্ড বেভারেজকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে টঙ্গী পশ্চিম থানা পুলিশের সহায়তায় স্থানীয় বড় দেওড়া এলাকায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ইয়াম্মি ফুড অ্যান্ড বেভারেজকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, ইয়াম্মি ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানায় অবৈধভাবে চিপস্, জুসসহ ১১-১২ রকমের শিশুখাদ্য তৈরি করা হচ্ছিল। অভিযানে প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের কোনো লাইসেন্স দেখাতে পারেনি। তাদের নিজস্ব ল্যাবরেটরি নেই।
“টেক্সটাইল কারখানার রং ব্যবহার করা ছাড়াও নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং ওজনে কম দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা এবং জনস্বার্থে পরবর্তী সময়ে নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।”
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা আরও বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে লাইসেন্স উপস্থাপন এবং কেন তাদের বিরুদ্ধে আইনানুগ অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ইয়াম্মি ফুড অ্যান্ড বেভারেজের অ্যাকাউন্ট ম্যানেজার আব্দুর রউফ খান সাংবাদিকদের বলেন, অভিযানের সময় তারা কল-কারখানা অধিদপ্তরের লাইসেন্স, ট্রেড লাইসেন্স ও ট্রেডমার্কের কাগজপত্র দেখিয়েছেন। তবে প্রতিষ্ঠানটির মালিক জেলার বাইরে থাকায় বিএসটিআইয়ের লাইসেন্স দেখানো সম্ভব হয়নি।
এ সংক্রান্ত কাগজপত্র বৃহস্পতিবার সকালে ভোক্তা অধিকারের প্রধান কার্যালয়ে উপস্থাপন করা হবে বলে জানান আব্দুর রউফ।
এ ছাড়া খাবার তৈরিতে কাপড়ের রং ব্যবহারের বিষয়টি তিনি অস্বীকার করেন।