Published : 10 May 2025, 11:48 AM
খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা পালিত হয়েছে নানা আয়োজনে।
উৎসব উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ৭টায় দীঘিনালার মাইনী ভ্যালি থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে পার্বত্য ভিক্ষু সংঘ। এর আগে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করা হয়।
শোভাযাত্রাটি শান্তিপরের কাল্যেবলি সাধনা মৈত্রী বিহারে গিয়ে শেষ হয় বলে জানিয়েছেন পার্বত্য ভিক্ষু সংঘের সাধারণ সম্পাদক লোকমিত্র থেরো।
এছাড়া বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জেলার বিভিন্ন বৌদ্ধ মন্দিরে ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়।
বিভিন্ন বিহারে ব্দ্ধুপূজা, পিন্ডদান, পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিস্কারদান, বুদ্ধ মূর্তিদান করেন উপাসক-উপাসিকা ও পুণ্যার্থীরা।
এ সময় প্রার্থনায় বাংলাদেশসহ পুরো বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা করা হয়।
পার্বত্য ভিক্ষু সংঘের সাধারণ সম্পাদক লোকমিত্র থেরো বলেন, "এই দিনে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ করেন।
যুদ্ধের অশান্তি থেকে পরিত্রাণ পেতে গৌতম বৌদ্ধের গুণাবলী ধারণ ও ভালোবাসার শিক্ষা উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বুদ্ধের অহিংস বাণী যদি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাহলে যুদ্ধ, হানাহানি, সংঘাত, অশান্তি, অরাজকতা অনেকটা কমে যাবে।”
আরও পড়ুন
বুদ্ধ পূর্ণিমায় মঙ্গল শোভাযাত্রা