ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
Published : 21 May 2024, 07:57 PM
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মৌসুমটা একদমই ভালো কাটেনি মার্কাস র্যাশফোর্ডের। সেটিরই প্রতিফলন পড়ল ইংল্যান্ডের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দলে। এই ফরোয়ার্ডকে ছাড়াই ৩৩ সদস্যের দল দিয়েছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। যেখানে জায়গা পাননি অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনও।
সাউথগেটের মঙ্গলবার ঘোষিত দলে জায়গা হয়নি চেলসির তিন ফুটবলার বেন চিলওয়েল, রাহিম স্টার্লিং ও রিস জেমসেরও।
ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পাঁচ ফুটবলার- এভারটনের ডিফেন্ডার জ্যারার্ড ব্র্যাথওয়েট, লিভারপুলের মিডফিল্ডার কার্টিস জোন্স, ডিফেন্ডার জ্যারেল কোয়ানসা, ক্রিস্টাল প্যালেসের মিডফিল্ডার অ্যাডাম ওয়ার্টন ও বার্নলির গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড।
আগামী ৭ জুনের মধ্যে স্কোয়াডকে ২৬ জনে নামিয়ে আনতে হবে সাউথগেটকে। টুর্নামেন্টের আগে ওইদিন নিজেদের শেষ প্রীতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড।
সাউথগেটের কোচিংয়ে ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন র্যাশফোর্ড। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ এবং ২০২১ ইউরোর অংশ ছিলেন তিনি। কিন্তু ইউনাইটেডের হয়ে এবারের মৌসুমে একেবারেই ছন্দে দেখা যায়নি তাকে।
গত মৌসুমে যেখানে সব প্রতিযোগিতা মিলিয়ে ওল্ড ট্র্যাফোর্ডের দলটির হয়ে ৫৬ ম্যাচে তিনি গোল করেছিলেন ৩০টি, এই মৌসুমে সেখানে ৪২ ম্যাচে তার গোল স্রেফ ৮টি। এর মধ্যে প্রিমিয়ার লিগে ৩৩ ম্যাচে জালের দেখা পান কেবল ৭ বার।
ইংল্যান্ডের গত তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টের অংশ ছিলেন হেন্ডারসনও। এবার ক্লাব মৌসুম ভালো কাটেনি তারও। গত বছরের জুলাইয়ে লিভারপুল ছেড়ে সৌদি আরবের ক্লাব আল ইত্তিফাকে যোগ দেন তিনি।
জানুয়ারিতে পারস্পরিক সম্মতিতে সেই চুক্তি বাতিল করে দুই পক্ষ। এরপর হেন্ডারসন নাম লেখান আয়াক্সে। ডাচ ক্লাবটির হয়ে মৌসুমের দ্বিতীয়ভাগে তিনি ম্যাচ খেলেছেন ১২টি। সাউথগেটের দলে ডাক পাওয়ার জন্য যা যথেষ্ট হলো না।
ইউরোর আগে শেষ দুটি প্রীতি ম্যাচে আগামী ৩ জুন নিউক্যাসলে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ও এর চার দিন পর ওয়েম্বলিতে আইসল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। আর ১৬ জুন সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের অভিযান শুরু করবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।