ইংলিশ প্রিমিয়ার লিগ
Published : 22 Feb 2025, 11:02 PM
আর্সেনালের সামনে দারুণ এক সুযোগ এসেছিল শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান কমানোর। কিন্তু চেনা আবহেও পারল না তারা। উল্টো ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে হেরে বসল শেষ দিকে অনেকটা সময় একজন কম নিয়ে খেলা মিকেল আর্তেতার দল।
এমিরেটস স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে ওয়েস্ট হ্যাম। স্বাগতিকদের স্তব্ধ করে দেওয়া গোলটি করেন জ্যারড বোয়েন।
বিরতির পর চাপ ধরে রাখলেও, হতাশা ঝেড়ে ফেলতে পারেনি আর্সেনাল। ম্যাচে ৬৫ শতাংশের বেশি সময় নিয়ে পজেশন রেখে গোলের জন্য ২০টি শট নিয়ে মাত্র দুটি লক্ষ্যে রাখতে পারে তারা।
বিপরীতে ওয়েস্ট হ্যাম পাঁচটি শট নিয়ে লক্ষ্যে রাখে দুটি, তারই একটিতে ব্যবধান গড়ে দেয় টেবিলের নিচের দিকের দলটি।
লিগে ১৫ ম্যাচ পর হারের তেতো স্বাদ পেল আর্সেনাল। চলতি মৌসুমে ঘরের মাঠে যা তাদের প্রথম। ২৬ ম্যাচে ১৫ জয় ও ৮ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দলটি। ৮ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল।
সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে ওয়েস্ট হ্যাম।
আসরে প্রথম দেখায় গত নভেম্বরে ওয়েস্ট হ্যামের মাঠে ৫-২ গোলে জিতেছিল আর্তেতার দল। ওই ম্যাচের সবগুলো গোলই হয়েছিল প্রথমার্ধে।
এবারও বল দখলে রেখে আক্রমণাত্মক খেলার চেষ্টা করতে থাকে আর্সেনাল। যদিও প্রতিপক্ষকে খুব বেশি পরীক্ষায় ফেলতে পারেনি তারা। উল্টো বিরতির আগে গোল খেয়ে বসে দলটি।
তিনটি লক্ষ্যভ্রষ্ট প্রচেষ্টার পর, ৪৪তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নিয়েই এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। অ্যারন ওয়ান-বিসাকার ক্রস ছয় গজ বক্সে পেয়ে ডাইভিং হেডে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড বোয়েন।
ঘরের মাঠে ওয়েস্ট হ্যামের বিপক্ষে লিগে সবশেষ দেখায়ও প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল আর্সেনাল; ২০২৩ সালের ডিসেম্বরে ম্যাচটি শেষ পর্যন্ত ২-০ গোলে হেরেছিল তারা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখে গত দুইবারের রানার্সআপরা। ৬২তম মিনিটে দারুণ একটি সুযোগও পায় তারা; কিন্তু বক্সে ফাঁকায় বল পেয়ে লেয়ান্দ্রো ত্রোসারের শট পা দিয়ে আটকে দেন গোলরক্ষক।
শিরোপাপ্রত্যাশীদের ঘুরে দাঁড়ানোর আশায় ৭৩তম মিনিটে বড় এক ধাক্কা লাগে।
মাঝমাঠে প্রতিপক্ষের মোহামেদ কুদুসকে ফাউল করায় ২০ মিনিট আগে বদলি নামা মাইলস লুইস-স্কেলিকে প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি। তবে ভিএআরে শাস্তি মাত্রা বাড়ে আরও। আর্সেনাল গোলরক্ষক অনেকটা এগিয়ে মাঝমাঠের কাছে চলে এসেছিলেন, কুদুসের সামনেও আর কোনো বাধা ছিল না, ফলে ভিএআর মনিটরে দেখে লাল কার্ড দেখান রেফারি।
গত ২৫ জানুয়ারি উলভসের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচেও লাল কার্ড দেখেছিলেন ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার। পরে যদিও আর্সেনালের আপিলে সেটা বাতিল হয়ে যায়। তবে এবার তেমন কোনো বিতর্ক নেই বললেই চলে।
এক জন কমে যাওয়ায় আর্সেনালের খেলায়ও তার প্রভাব পড়ে। শেষ সময়ে আবার কিছুটা চাপ বাড়ায় দলটি; তবে তাদের আক্রমণে তেমন ধার চোখে পড়েনি।