Published : 01 Jul 2025, 01:41 PM
কান্নাভেজা চোখে স্ট্রেচারে করে মাঠ ছেড়ে যাওয়া সেই দুঃসহ ম্যাচটির পর সাত মাস হতে চলল। অস্ত্রোপচার, মাঠের বাইরে থাকার যন্ত্রণা, দীর্ঘ ও ক্লান্তিকর পুনবার্সন প্রক্রিয়া, অনেক শ্রম ও ঘামের পথ পেরিয়ে অবশেষে মাঠে ফেরার অপেক্ষায় এখন দানি কার্ভাহাল। এই সময়ে বদলে গেছে দলের কোচ। বদলে গেছে খেলার ধরনসহ অনেক কিছুই। সেই দাবি মিটিয়ে নিজেকে বদলাতে প্রস্তুত অভিজ্ঞ এই ডিফেন্ডারও। দলের প্রয়োজনে তিনি আলিঙ্গন করে নিতে চান যে কোনো ভূমিকাকেই।
২০২৩-২৪ মৌসুমে রেয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে স্বপ্নের মতো এক মৌসুম কাটিয়েছিলেন কার্ভাহাল। পরে স্পেনের ইউরো জয়েও তার পারফরম্যান্স ছিল অসাধারণ। কিন্তু নতুন মৌসুমে হানা দেয় দুঃস্বপ্ন। গত ৫ অক্টোবর ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে গুরুতর চোটে মাঠ ছাড়তে হয় তাকে।
পরে জানা যায়, এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের গুরুতর চোটে পড়েছেন এই ডিফেন্ডার। যেটির ফলাফল, গোটা মৌসুমই শেষ!
দীর্ঘ যন্ত্রণাময় সময় পেরিয়ে কিছুদিন আগে অনুশীলনে ফেরেন কার্ভাহাল। সব ধাপ পেরিয়ে ৩৩ বছর বয়সী ডিফেন্ডার এখন ক্লাব বিশ্বকাপেই মাঠে ফিরতে প্রস্তুত। ইউভেন্তুসের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেই কোচ তাকে খেলাবেন কি না, তা নিশ্চিত নয়। তবে রেয়াল মাদ্রিদ টিকে থাকলে এই আসরেই তার মাঠে নামার সম্ভাবনা প্রবল।
কার্ভাহাল নিজেও খেলতে মরিয়া। মূলত রাইট-ব্যাক হলেও নতুন কোচের কৌশলের দাবি মেনে যে কোনো ভূমিকায় মানিয়ে নিতে তিনি প্রস্তুত।
“দলে সত্যিকারের বৈচিত্র বয়ে আনছেন কোচ। যেমন চুয়ামেনির পজিশন নিয়ে… আমিও প্রয়োজনে খেলতে পারি যে কোনো জায়গায়, এমনকি দাঁড়াতে পারি গোলপোস্টেও। ৩-৫-২ ফর্মেশনে সেন্টার-ব্যাক হিসেবে খেলতে হলে? কোনো সমস্যা নেই আমার।”
“আগেও নানা সময়ে সেন্টার-ব্যাক হিসেবে খেলেছি, লেফট-ব্যাক খেলেছি, উইংয়ে খেলেছি। কোচ যেখানে খেলাতে চায়, সেখানে খেলতে সবসময়ই প্রস্তুত আমি। যে কোনো উপায়ে দলকে সহায়তা করার প্রয়োজন হলেই আমি তৈরি আছি।”
লিভারপুল থেকে রাইট-ব্যাক ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে এনে সম্প্রতি রক্ষণভাগের শক্তি বাড়িয়েছে রেয়াল। কার্ভাহালের তাই এখন শক্ত প্রতিদ্বন্দ্বী আছে। বোর্নমাউথ থেকে আনা হয়েছে তরুণ ডিন হাউসেনকে, দলে যোগ দিয়েই যিনি দারুণ পারফরম্যান্সে জায়গা পাকা করে ফেলেছেন প্রায়। ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে শুরুতে চার রক্ষণভাগ নিয়ে কৌশল সাজালেও সবশেষ ম্যাচে সালসবুর্কের বিপক্ষে তিনজন নিয়ে রক্ষণভাগ সাজান কোচ, যেখানে ছিলেন হাউসেন, আন্টোনিও রুডিগার ও অহেলিয়া চুয়ামেনি।
ফিট হয়ে এখন নিজের সুযোগের অপেক্ষায় আছেন কার্ভাহাল। সুযোগ পেলে নিজেকে উজাড় করে দিতে চান তিনি।
“ব্যক্তিগত দিক থেকে, দারুণ অনুভব করছি। দলীয় প্রক্রিয়ায় ফিরতে পেরেছি। জানি না, এই ম্যাচের (ইউভেন্তুসের বিপক্ষে) স্কোয়াডে থাকব কি না। তবে নিজেকে ভালোভাবেই চিনি আমি, এজন্যই জানি, আমাকে মাঠে নামালে শতভাগ ঢেলে দেব।”
“সবটুকু দিয়ে খেলব। কোনো ভয় নেই। আত্মবিশ্বাস এখন আকাশচুম্বি। চোট-চোট এখন আমার থেকে অতীত। শুধু ম্যাচ অনুশীলনের ঘাটতি আছে, সেটা তো খেলতে খেলতেই হয়ে যাবে।”