Published : 01 Jul 2025, 12:57 PM
মূল কৌতূহল ছিল কিলিয়ান এমবাপেকে ঘিরে। সংবাদ সম্মেলনে আশার কথাই শোনালেন কোচ শাবি আলোন্সো। ইউভেন্তুসের বিপক্ষে ম্যাচে এমবাপের মাঠে নামার সম্ভাবনা প্রবল। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে তাই শক্তি বাড়িয়েই নামছে রেয়াল মাদ্রিদ।
অসুস্থতার কারণে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের কোনো ম্যাচে খেলতে পারেননি এমবাপে। মঙ্গলবার ইউভেন্তুসের বিপক্ষে ম্যাচ দিয়েই ফরাসি তারকার অভিষেক হতে পারে এই আসরে।
টুর্নামেন্টে প্রতিটি ম্যাচের আগে আলোন্সোর সংবাদ সম্মেলনে এমবাপেকে নিয়ে প্রশ্ন ছিল অবধারিত। প্রতিবারই অনিশ্চয়তার কথা শুনিয়েছেন কোচ। অবশেষে এবার তিনি সবুজ সঙ্কেত দিলেন এমবাপের মাঠে ফেরা নিয়ে।
“কিলিয়ান এখন খুব ভালো আছে। ওর সঙ্গে প্রতিদিনই কথা হচ্ছে আমাদের। ম্যাচের দিন সকালে আরেকবার কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেব আমরা।”
“খুব ভালো সম্ভাবনা আছে, এই ম্যাচ দিয়েই ক্লাব বিশ্বকাপে অভিষেক হবে তার। কতভাগ সম্ভাবনা আছে, তা বলতে পারব না। তবে অবশ্যই অনেক বেশি সম্ভাবনা আছে।”
রেয়ালের সুখবরের শেষ নয় এখানেই। দীর্ঘ চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরতে প্রস্তুত অভিজ্ঞ ডিফেন্ডার দানি কার্ভাহাল। ফেরার খুব কাছাকাছি আছেন আরেক ডিফেন্ডার এদের মিলিতাও।
তাদের ফেরা নিয়ে উচ্ছ্বসিত আলোন্সোও। তবে এখনই মাঠে নামানো নিয়ে পরিষ্কার কিছু বললেন না কোচ।
“দানি ও এদের দুজনই দীর্ঘ সময় পর সেরে উঠে ফিরে আসছে। তাদের জন্য এটা অবশ্যই বাড়তি পাওয়া এবং গোটা দলই মনে করে, তারা খুব কাছাকাছি আছে এবং শিগগিরই সম্পৃক্ত হতে পারে (ম্যাচে)। এই ধরনের ম্যাচগুলিতে দলের সবাই, যারা শুরুর একাদশে থাকবে, যারা সহায়তা করবে, সবারই গুরুত্ব্পূর্ণ ভূমিকা আছে।”
কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলকে একতাবদ্ধ হয়ে খেলার বার্তা দিয়ে আসছেন কোচ। ইউভেন্তুসের বিপক্ষে ম্যাচের আগেও তার কণ্ঠে একই কথা।
“আমরা এখন নকআউট পর্যায়ে আছি, শেষ ষোলোর ম্যাচে ইউভেন্তুসের মতো দলের বিপক্ষে লড়াই। পরের ধাপে যেতে হলে পরিপূর্ণ পারফরম্যান্স দেখাতে হবে।”
“আমরা চাই একতাবদ্ধ হয়ে লড়তে, ১১ জন ফুটবলারই যেন পুরোপুরি নিবেদিত থাকে, তা আমাদের পায়ে বল থাকুক বা না থাকুক। আমাদের ঐক্যবদ্ধ শক্তিই সহায়তা করবে ভিনিসিউস, এমবাপে, রদ্রিগো, বেলিংহ্যামের মতো ফুটবলারদের জ্বলে উঠতে।”
ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায়।