ইতালিয়ান ফুটবল
Published : 23 May 2025, 05:08 PM
শিরোপা ফয়সালার লড়াইয়ে খেলোয়াড়দের মাথা ঠাণ্ডা রাখতে বললেন নাপোলি কোচ আন্তোনিও কন্তে। আগের ম্যাচে মাথা গরম করে লাল কার্ড দেখায় এই ম্যাচে অবশ্য ডাগআউটে থাকতে পারছেন না তিনি। সে কারণে আক্ষেপে পুড়ছেন এই ইতালিয়ান কোচ।
সেরি আর ৩৮তম রাউন্ডে শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় কাইয়ারির বিপক্ষে খেলবে নাপোলি। ৭৯ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে সাবেক চ্যাম্পিয়নরা। কোমোর বিপক্ষে একই সময়ে মাঠে নামবে শিরোপাধারী ইন্টার মিলান, তাদের পয়েন্ট ৭৮।
আগের ম্যাচে পার্মা কোচ ক্রিস্তিয়ান চিভুর সঙ্গে উত্তপ্ত বাহাসে জড়ান কন্তে। গোলশূন্য লড়াই শেষে দেখেন লাল কার্ড। লাৎসিওর বিপক্ষে ২-২ ড্র ম্যাচে লাল কার্ড দেখায় ইন্টারের কোচ সিমোনে ইনজাগিও থাকতে পারবেন না ডাগআউটে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কন্তে বললেন, কার্ডের জন্য এখন আক্ষেপ হচ্ছে তার।
“এখানে থাকতে না পারার জন্য আক্ষেপ হচ্ছে। এমন একটা মৌসুমে, আপনি এখানে থাকতে চাইবেন, নিজেদের ভক্তদের সঙ্গে, দলকে নেতৃত্ব দেওয়ার জন্য।”
“বরাবরের মতোই স্টাফদের ওপর আমার আস্থা আছে। ভক্তদের ওপর, সেখানে যে আবহ থাকবে তার ওপর আস্থা আছে। যদিও আমি স্ট্যান্ডে থাকব কিন্তৃ আমার হৃদয় থাকবে সেখানে।”
কাইয়ারির বিপক্ষে জিতলেই সেরি আর শিরোপা তুলবে নাপোলি। এমন ম্যাচকে আর দশটা ম্যাচের মতোই দেখতে চান প্রথম কোচ হিসেবে তিনটি দলের হয়ে এই প্রতিযোগিতায় শিরোপা জয়ের সম্ভাবনা জাগানো কন্তে।
“আগামীকাল (শুক্রবার) আমাদের সামনে থাকবে, কাইয়ারি, একটি ভালো দল। প্রতিপক্ষকে শতভাগ সমীহ করেই আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে। যদি আমরা ওদের সমীহ করি, তাহলে আমাদের জয়ের সম্ভাবনা বেশি থাকবে।”
ইউভেন্তুসের হয়ে কন্তে জিতেছিলেন তিনটি শিরোপা। ইন্টারের ১১ বছরের শিরোপা খরা কাটিয়ে ২০২১ সালে জয় করেন আরেকটি শিরোপা।
এসি মিলান ও এস রোমার পাশাপাশি ইউভেন্তুসের হয়েও সেরি আর শিরোপা জিতেছিলেন ফাবিও কাপেল্লো। কিন্তু রেফারিং কেলেঙ্কারির দায়ে ইউভেন্তুসের সেই দুটি শিরোপা কেড়ে নেওয়া হয় এবং তাদের নামিয়ে দেওয়া হয় দ্বিতীয় বিভাগে।
কন্তে যখন কোচ হয়ে আসেন তখন ইউভেন্তুস আর ইতালির ফুটবলের বড় কোনো শক্তি নয়। তবে দলকে তিনি ফের ঘরোয়া ফুটবলে পরাশক্তিতে পরিণত করেন।
২০২৩ সালে সবশেষ সেরি আর শিরোপা জিতেছিল নাপোলি। সে দিক থেকে খুব দীর্ঘ নয় দলটির অপেক্ষা। তবে এই দলটির হয়ে শিরোপাজয় তর্কসাপেক্ষে কন্তের সেরা অর্জনের একটি হয়ে থাকবে।
শিরোপা ধরে রাখার লড়াইয়ে গত মৌসুমে দিক হারিয়ে দশম হয়েছিল নাপোলি। ভিক্টর ওসিমহেন, খাভিচা কাভারাৎস্খেলিয়া ও কিম মিন-জায়ের মতো খেলোয়াড়দের হারানোর পরও তিন মৌসুমের মধ্যে দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন বুনছে নাপোলি।
ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে নিয়ে ১৯৮৭ ও ১৯৯০ সালে দুটি সেরি আ শিরোপা জিতেছিল নাপোলি। এর চেয়েও কম সময়ের মধ্যে দুটি শিরোপা জয়ের সুযোগ তাদের সামনে। এই পরিস্থিতিতে দলকে একটা কথাই বলার আছে কন্তের, ‘চল, শিরোপা নিয়ে আসি।”