Published : 30 Oct 2024, 06:39 PM
সেরি আয় দারুণ পথচলা অব্যাহত রেখেছে নাপোলি। এসি মিলানকে তাদের মাঠেই হারিয়ে সংহত করেছে শীর্ষস্থান। এখান থেকে শিরোপা জয় খুব সম্ভব মনে বলে করছেন নাপোলি কোচ আন্তোনিও কন্তে। তবে, দলকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ফেরানোই এখন তার মূল লক্ষ্য।
সান সিরোয় মঙ্গলবার রাতে মিলানকে ২-০ গোলে হারায় নাপোলি। পঞ্চম মিনিটে বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ান জর্জিয়ার উইঙ্গার খাভিচা কাভারাৎসখেলিয়া।
হারে আসর শুরুর পর এই নিয়ে টানা ৯ ম্যাচে অপরাজিত রইল নাপোলি। জিতল সবশেষ পাঁচ ম্যাচে।
১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে কন্তের দল। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান দুইয়ে, ১৭ পয়েন্ট নিয়ে ইউভেন্তুস তিনে আছে।
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে গত মৌসুমে ভীষণ বাজে সময় কাটায় নাপোলি। দশে থেকে লিগ শেষ করে তারা। তাই এই মৌসুমে ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় খেলতে পারছে না দলটি।
মিলান ম্যাচের পর ডিএজেডএনকে কন্তে বলেন, লিগ শিরোপা জিতে আগামী মৌসুমে ইউরোপে ফিরতে চান তারা।
“শিরোপা? সবকিছুই এখন দৃশ্যমান। আমরা বাস্তবিকভাবে দেখতে পাচ্ছি যে, এই বছর আমরা কী করছি। ১০ ম্যাচের পর সবকিছু অবিশ্বাস্য ও অপ্রত্যাশিত, এমনকি কোনো পাগলও হয়তো এমন কিছু ভবিষ্যদ্বাণী করতে পারেনি। তবে পা মাটিতেই রাখছি আমরা৷
“আমরা জানি আমাদের লক্ষ্য কী, আর সেটা হলো ইউরোপে ফেরা। কিন্তু পাঁচ বা ছয়টি দল আছে, তাদেরও একই ভাবনা। নেপলসে জেতা অবিশ্বাস্য কিছু হবে।”
অন্যদিকে, আসরে তৃতীয় হারে মিলান পিছিয়ে পড়েছে অনেকটা। নাপোলির সঙ্গে তাদের ব্যবধান এখন ১১ পয়েন্টের। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে তারা।
তবে শিরোপা লড়াইয়ে এখনই হাল ছাড়তে চান না মিলান কোচ পাওলো ফনসেকা।
“কোনো দলই ৯ ম্যাচের পর লিগ জেতেনি এবং ৯ ম্যাচের পর কেউ ছিটকেও যায়নি, এই কারণে আমাদের উন্নতির পথে এগিয়ে যেতে হবে। অবশ্যই এই (শিরোপা) লড়াইয়ে থাকতে হলে আমাদের ভালো ফলাফলের প্রয়োজন হবে।”