Published : 29 Dec 2024, 05:10 PM
আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট এসএমসি প্লাস ইডাব্লিইউ উইন্টার স্ম্যাশ ২০২৪ প্রতিযোগিতায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জয়জয়কার। টুর্নামেন্টের ছয়টি ক্যাটাগরির তিনটিতেই শিরোপা জিতেছে তারা।
দেশের ৩৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে গত ১৯ ডিসেম্বর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয় এসএমসি প্লাস- ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক এর পৃষ্ঠপোষকতার এই টুর্নামেন্ট। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে গত বৃহস্পতিবার শেষ হয় এবারের আসর।
আসরে পুরুষ ও নারী দুই ক্যাটাগরির এককেই চ্যাম্পিয়ন হয় ড্যাফোডিল। মিশ্র দ্বৈতেও শিরোপা ঘরে তোলে তারা।
পুরুষ এককের রানার্স আপ ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় জেতে পুরুষ ও নারী দ্বৈতের শিরোপা।
পুরুষদের দ্বৈতে রানার্স আপ হয় হাজি মিসির আলি বিশ্ববিদ্যালয় কলেজ। আর নারীদের দ্বৈতে রানার্স আপ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।
শিক্ষক-প্রশাসনের দ্বৈতে সেরা ইস্ট ওয়েস্ট। আর রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস।