Published : 09 Jun 2025, 11:51 AM
নেশন্স কাপ ফাইনালে আনন্দ-উত্তেজনার আবহের মধ্যেই ঘটে গেছে এক দুর্ঘটনা। ম্যাচের লড়াই যখন শেষ প্রান্তে, সেই সময়টাতেই মাঠে জীবন প্রদীপ নিভে যায় এক দর্শকের।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ফাইনালে মুখোমুখি হয় পর্তুগাল ও স্পেন। ম্যাচের শেষ দিকে মূল স্ট্যান্ডের দ্বিতীয় তলা থেকে নিচের সিটিং এরিয়ায় পড়ে যান এক দর্শক। খেলা চলতে থাকে। আহত দর্শককে চিকিৎসা দেন প্যারামেডিকস ও স্টেডিয়ামের স্টুয়ার্ডরা। তবে ওই দর্শককে বাঁচানো যায়নি বলে বিবৃতিতে জানায় উয়েফা।
“মিউনিখ অ্যারেনায় খেলার চলার সময় জরুরি মেডিকেল পরিস্থিতি তৈরি হয় এবং মেডিকেল দলের সর্বোচ্চ চেষ্টার পরও ওই ব্যক্তি চিরবিদায় নেন। এই কঠিন সময়ে তার প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা।”
ম্যাচের পর স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে সংবাদ সম্মেলন শুরু করেন এই ঘটনায় সমব্যথী হয়ে।
“যে সমর্থক মারা গেছে, তার পরিবারের সমবেদনা জানাচ্ছি। এটা আমাদেরকে আরও একবার উপলব্ধি করাচ্ছে, জীবনে জরুরি কোনটি।”
ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট ও পরে অতিরিক্ত সময়ে খেলা ছিল ২-২ গোলে ড্র। টাইব্রেকারে জিতে দ্বিতীয়বার নেশন্স লিগের শিরোপার স্বাদ পায় ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল।
ম্যাচে একটি দারুণ গোল করে, ম্যাচজুড়ে দুর্দান্ত খেলে পরে টাইব্রেকারেও গোল করে ম্যাচ-সেরা হওয়া নুনো মেন্ডেসের কণ্ঠেও ছিল সেই দর্শকের কথা।
“মারা যাওয়া দর্শকের পরিবারকে সান্ত্বনা জানাই। আমাদের জয়ের আনন্দকে ম্লান করে দিয়েছে এই ঘটনা।”