স্প্যানিশ ফুটবল
Published : 03 May 2025, 09:53 PM
একটা সুখবর পেলেন কার্লো আনচেলত্তি। শঙ্কা কাটিয়ে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেন জুড বেলিংহ্যাম। তবে একই সঙ্গে দুঃসংবাদও শুনলেন রেয়াল মাদ্রিদ কোচ। জ্বরের জন্য সেল্তা ভিগো ম্যাচ থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।
বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা ৬টায় সান্তিয়াগো বের্নাবেউয়ে সেল্তার মুখোমুখি হবে রেয়াল। এর আগের দিন রদ্রিগো অনুশীলন শেষ করেন মৃদু জ্বর ও গুরুতর ঠাণ্ডার উপসর্গ নিয়ে। সংক্রমণ এড়ানোর সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে ক্লাব, তাতে স্কোয়াড থেকে ছিটকে গেছেন রদ্রিগো।
যুব দলের ফুটবলারদের নিয়ে কেবল ১৯ জনের দল দিয়েছেন আনচেলত্তি। রদ্রিগোর আগেই ছিটকে গেছেন আন্টোনিও রুডিগার, ফেরলঁদ মঁদি, ডাভিড আলাবা, এদুয়ার্দো কামাভিঙ্গা, দানি কার্ভাহাল, এদের মিলিতাও।
চোটের জন্য চলতি মৌসুম একাদশ সাজানো নিয়েই ভুগছেন রেয়াল কোচ। সেল্তার বিপক্ষে আরও একবার সেই চ্যালেঞ্জ নিতে হবে তাকে।
৩৩ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরে রয়েছে গত আসরের চ্যাম্পিয়ন রেয়াল। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা।