বাফুফে
Published : 29 May 2025, 07:43 PM
ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচের ব্যস্ততার মধ্যেই সেপ্টেম্বরের ফিফা উইন্ডো নিয়ে পরিকল্পনা সাজাতে বসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেপ্টেম্বরের উইন্ডোতে ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলার উদ্যোগ নিচ্ছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।
বাফুফে ভবনে বৃহস্পতিবার সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন ন্যাশনাল টিমস কমিটি বৈঠকে বসেছিল। মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে পরে গণম্যাধ্যমকর্মীদের সাথে কথা বলেন কমিটির ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান। আগামী ১ থেকে ৯ সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা-জামালদের জন্য ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
“আগামী ১ থেকে ৯ সেপ্টেম্বরে ফিফা টায়ারে আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। হোম বা অ্যাওয়ে ম্যাচ হতে পারে। অ্যাওয়ে হলে আমাদের ইচ্ছা আছে ইউরোপে গিয়ে খেলার। ইউরোপে গেলে চেষ্টা করব দুটি ম্যাচ খেলার।”
একই সময়ে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার কুয়ালা লামপুরে এই বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের সাথে আছে ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর।
আসছে জুনের ৪ তারিখে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে দল।
গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচ সামনে রেখে শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রাথমিক দলে জায়গা পাওয়া ফুটবলারদের টিম ম্যানেজার আমের খানের কাছে ‘রিপোর্টিং’ করতে বলা হয়েছে। এরই মধ্যে তিন প্রবাসী ফুটবলারের মধ্যে ফাহামিদুল ইসলাম ইতালি থেকে এসে টিম হোটেলে উঠেছেন।
২৬ জনের প্রাথমিক দলে থাকা আর দুই প্রবাসীর মধ্যে সামিত সোমের কানাডা থেকে আগামী ৪ জুন ফেরার কথা। ইংল্যান্ড থেকে হামজা চৌধুরীর ফেরার কথা রয়েছে ২-৩ জুনের মধ্যে।