ইংলিশ ফুটবল
Published : 22 May 2025, 04:12 PM
ঘরোয়া ফুটবলের ব্যস্ততা এখনও শেষ হয়নি। এর মধ্যেই শুরু হয়ে গেছে ক্লাব বিশ্বকাপ নিয়ে ভাবনা। ঠাসা সূচি নিয়ে অনেক আগে থেকেই বিরক্ত অনেক দলের কোচ ও খেলোয়াড়রা। বৃহৎ পরিসরের ক্লাব বিশ্বকাপ নিয়ে এবার তা যেন আরও অসহনীয় হয়ে উঠেছে। মৌসুম শেষে একটু নির্ভার হতে এবং শরীরকে বিশ্রাম দিতে যে সময় প্রয়োজন, সেটাও না পাওয়ায় তাই ভীষণ অখুশি ফিল ফোডেন।
গত মৌসুমের প্রিমিয়ার লিগে ১৯ গোল করা এবং আসরের সেরা ফুটবলার নির্বাচিত হওয়া ফোডেনকে এবার বেশ ভুগতে দেখা গেছে, তার দল ম্যানচেস্টার সিটির মতোই। মাঝেমধ্যে বাইরে থাকা ইংলিশ মিডফিল্ডার এবারের লিগে করতে পেরেছেন সাতটি গোল।
আগামী রোববার প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে ফুলহ্যামের মাঠে খেলবে ম্যানচেস্টার সিটি। এরপর খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না খেলোয়াড়রা। আগামী মাসের প্রথম সপ্তাহেই শুরু হবে আন্তর্জাতিক ফুটবলের সূচি। এরপরই আগামী ১৪ জুন পর্দা উঠবে একমাস ব্যাপী ফিফা ক্লাব বিশ্বকাপের।
এত ঠাসা সূচি কিছুতেই মানতে পারছেন না ফোডেন। কোনোরকম রাখঢাক না করেই ব্রিটিশ গণমাধ্যমে ক্ষোভ ঝারেন তিনি।
“ফুটবল খেলার বাইরে আমার কয়েক সপ্তাহের বিরতির দরকার এবং এই মুহূর্তে আমি সেটা পাচ্ছি না। হালকা চোট সমস্যা নিয়ে এভাবে খেলা চালিয়ে যাওয়া বেশ হতাশাজনক।”
“এটা এখন অবশ্যই অনেক কঠিন, কারণ মৌসুমের ব্যস্ততায় খেলোয়াড়রা এখন অনেকটাই নিঃশেষ। আমার বিশ্বাস, রিকভার করতে সবার একটা সময় প্রয়োজন। এই বিষয়ে ক্লাব ও জাতীয় দলের সঙ্গে আমাদের কথা বলতে হবে। আমার গোড়ালির সমস্যা শতভাগ কাটাতে এখন বিশ্রাম নেওয়াটাই হয়তো শ্রেয়।”
৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। আসছে ম্যাচে একটি পয়েন্ট পেলে অন্য কোনো হিসাব ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেবে ইংলিশ দলটি।