সুইস ফুটবল
Published : 15 Jul 2024, 08:47 PM
বয়স খুব বেশি নয়; কিন্তু পারফরম্যান্স পড়তির দিকে। এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দলে থাকলেও খুব বেশি খেলার সুযোগ পাননি জেরদান শাচিরি। আর এতেই ক্যারিয়ারের শেষ দেখে ফেললেন সুইজারল্যান্ডের এই মিডফিল্ডার। বিদায় বলে দিলেন আন্তর্জাতিক ফুটবলকে।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সোমবার ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন ৩২ বছর বয়সী শাচিরি। এবারের ইউরোতে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া কোয়ার্টার-ফাইনাল হয়ে রইল জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ। ওই লড়াইয়ে বদলি নেমে ১১ মিনিট খেলেছিলেন তিনি।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে পুরোটা সময় বেঞ্চেই ছিলেন শাচিরি। পরে স্কটল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে নেমে ৬০ মিনিট খেলার সুযোগ পান তিনি। ওই ম্যাচে তার ডি-বক্সের মুখ থেকে বুলেট গতির শটে করা গোলে ১-১ ড্র করে সুইজারল্যান্ড। তারপরও গ্রুপের শেষ ম্যাচে জার্মানি ও শেষ ষোলোয় ইতালির বিপক্ষে তাকে মাঠে নামাননি কোচ।
২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে পথচলা শুরু করা শাচিরি সুইজারল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন ১২৫টি ম্যাচে। ৩২ গোল করার পাশাপাশি তার অ্যাসিস্ট ৩৪টি।
২০১০ বিশ্বকাপ থেকে ২০২৪ ইউরো পর্যন্ত সুইসদের হয়ে ৭টি বড় টুর্নামেন্টে খেলেছেন শাচিরি। দেশটির হয়ে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে তার চেয়ে বেশি বড় প্রতিযোগিতায় খেলতে পারেননি আর কেউ।
বিদায়ী বার্তায় শাচিরি সবার প্রতি প্রকাশ করেছেন কৃতজ্ঞতা।
“সাতটি টুর্নামেন্ট, অনেক গোল, সুইস জাতীয় দলের হয়ে ১৪ বছর এবং অবিস্মরণীয় সব মুহূর্ত। জাতীয় দলকে বিদায় বলার সময় এসেছে। দারুণ সব স্মৃতি রয়ে গেছে এবং আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।”