ইংলিশ ফুটবল
Published : 27 Feb 2025, 03:53 PM
আক্রমণভাগের খেলোয়াড়দের চোটে গোল করা নিয়ে নিদারুণ ভোগান্তিতে থাকা আর্সেনালের জন্য সুখবর দিলেন মিকেল আর্তেতা। স্প্যানিশ এই কোচ বললেন, ফেরার খুবই কাছে আছেন দুই উইঙ্গার বুকায়ো সাকা ও গাব্রিয়েল মার্তিনেল্লি। আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর প্রথম ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারেন তারা।
এখনও চোট থেকে সেরে ওঠার লড়াই চলছে বুকায়ো সাকা ও গাব্রিয়েল মার্তিনেল্লির। আগামী এপ্রিলে তাদের পাওয়ার আশা করছে ইংলিশ ক্লাবটি।
চোটে মৌসুমই শেষ হয়ে গেছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস ও জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজের। গত ডিসেম্বরে হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকা। আর চলতি মাসে হ্যামস্ট্রিংয়ের চোটেই ছিটকে গেছেন মার্তিনেল্লি।
তাদের অনুপস্থিতিতে আক্রমণভাগ সাজাতেই ভুগছে আর্সেনাল। মিকেল মেরিনোসহ অন্য মিডফিল্ডারদের দিয়ে পূরণ করতে হচ্ছে ঘাটতি। কিন্তু তাতে খুব একটা কাজ হচ্ছে না। প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়াতে পারছে না আর্সেনাল। পারছে না গোলমুখে কার্যকর হতে।
এর মাশুল দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে বেশ পিছিয়ে পড়েছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলা দলটি লিভারপুলের চেয়ে এখন ১৩ পয়েন্ট পেছনে আছে।
গত বুধবার নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল। এর আগে শনিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে হেরেছে ১-০ গোলে।
টানা দুই ম্যাচে জালের দেখা না পাওয়ায় আর্সেনাল উন্মুখ হয়ে আছে আক্রমণভাগের মূল খেলোয়াড়দের ফিরে পেতে। আর্তেতা দেখালেন আশা, বললেন আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার পর আগামী ১ এপ্রিল ফুলহ্যামের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে সাকা ও মার্তিনেল্লিকে।
“আমার মনে হয় (সাকা ও মার্তিনেল্লি এপ্রিলে ফিরবে)। তবে আগামী কয়েক সপ্তাহে তারা কীভাবে নিজেদের মেলে ধরে সেটা দেখতে হবে। তারা দীর্ঘ দিন ধরে মাঠের বাইরে, তাই আমাদেরও ধীরে ধীরে তাদের দলে ফেরাতে হবে। তারা ভালো উন্নতি করছে, তবে এখনও কিছুটা দূরে আছে।”
“তাদের অবস্থা নিয়ে আলোচনা করার জন্য আগামীকাল আমাদের একটি সভা রয়েছে। বিশেষ করে গাবি (গাব্রিয়েল), যার সম্ভবত বুকায়োর আগে ফেরার সম্ভাবনা রয়েছে। তবে এটা কখন, আমাদের দেখতে হবে যে আগামী সপ্তাহ বা ১০ দিনের মধ্যে তারা কীভাবে উন্নতি করছে।”