Published : 05 Jul 2023, 10:49 AM
সাম্প্রতিক গুঞ্জনগুলোকে সত্যি করে এবার সৌদি আরবের ফুটবলে পা রাখলেন রবের্তো ফিরমিনো। এই মৌসুমেই লিভারপুল থেকে বিদায় নেওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নতুন ঠিকানা আল-আহলি।
২০২৬ সাল পর্যন্ত তার এই চুক্তি। আর্থিক বিষয়াদির বিস্তারিত জানানো হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করে ফিরমিনোকে দলে নেওয়ার খবর জানায় আল আহলি। সেই ভিডিওতে ৩১ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, “সবসময় বড় দলেই খেলেছি আমি, এখন আমি আল আহলিতে।”
লিভারপুলের আগে অবশ্য খুব বড় ক্লাবে খেলা হয়নি ফিরমিনোর। ২০০৯ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফিগেরেন্সির হয়ে তার পেশাদার ক্যারিয়ার শুরু। ২০১১ সালে যোগ দেন জার্মান ক্লাব হফেনহাইমে। পরে ২০১৫ সালে তাকে দলে নেয় লিভারপুল।
অ্যানফিল্ডে ৮ বছরের পথচলায় তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যামিয়ন্স লিগ ও এফএ কাপ জয়ের স্বাদ পেয়েছেন। ক্লাবের হয়ে গোল করেছেন ১১১টি। এর শেষটি ছিল ঘরের মাঠে শেষ ম্যাচেই।
নতুন ক্লাবে ফিরমিনো সতীর্থ হিসেবে পাবেন এদুয়ার্দ মঁদিকে। কদিন আগে চেলসি ছেড়ে এই ক্লাবে যোগ দিয়েছেন সেনেগালের গোলকিপার। আল আহলির নজর আছে রিয়াদ মাহরেজের দিকেও।
গত জানুয়ারিতে ক্রিস্তিয়ানো রোনালদো আল নাস্রে যোগ দেওয়ার পথ ধরে এই মৌসুমে ইউরোপ ছেড়ে সৌদি আরবের ফুটবলে যোগ দিচ্ছেন একের পর এক তারকা। সেই তালিকায় যোগ হলেন এবার ফিরমিনো।