স্প্যানিশ ফুটবল
Published : 10 May 2025, 10:23 PM
রেয়াল মাদ্রিদে নিজের উত্তরসূরি হিসেবে শাবি আলোন্সোকে দেখতে খারাপ লাগবে না কার্লো আনচেলত্তির। তার মতে, নিজেকে সেরা কোচদের একজন হিসেবে এরই মধ্যে প্রমাণ করেছেন এই স্প্যানিয়ার্ড।
আনচেলত্তির কোচিংয়ে চলতি মৌসুমটা একদমই ভালো যাচ্ছে না রেয়ালের। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছে দলটি। মৌসুমে তিনবার বার্সেলোনার বিপক্ষে হেরেছে, যার দুটি আবার ফাইনালে। শিরোপাশূন্য মৌসুম শেষের শঙ্কায় আছে ইউরোপের সফলতম ক্লাবটি।
এমন বাজে পারফরম্যান্সে রেয়াল মাদ্রিদে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বেড়ে চলেছে। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও, মৌসুম শেষে এই ইতালিয়ানের বিদায় ছাড়া প্রায় নিশ্চিত বলেই ধারণা করা হচ্ছে।
রেয়ালে আনচেলত্তির উত্তরসূরি হিসেবে আলোচনায় আসছে অনেকের নামই। তবে সম্ভাবনা এগিয়ে ৪৩ বছর বয়সী আলোন্সো।
এসবের মাঝেই শুক্রবার আলোন্সো জানান, বুন্ডেসলিগায় দলের শেষ দুটি ম্যাচের পর বায়ার লেভারকুজেন ছাড়বেন তিনি। আর তাতে রেয়ালের কোচ পরিবর্তনের গুঞ্জন ডালপালা মেলছে আরও।
বার্সেলোনার বিপক্ষে মৌসুমের চতুর্থ ক্লাসিকোয় মুখোমুখি হওয়ার আগের দিন আনচেলত্তির সংবাদ সম্মেলনে তোলা হয় আলোন্সোর লেভারকুজেন ছাড়ার বিষয়টি। পেশাদারিত্বের সঙ্গেই জবাব দেন ইতালিয়ান কোচ।
“আমি জানতে পেরেছি যে, সে (শাবি আলোন্সো) বায়ার লেভারকুজেন ছাড়ছে। সে অবিশ্বাস্য কাজ করেছে এবং তার জন্য দরজা খোলা আছে। কারণ সে প্রমাণ করেছে যে, সে বিশ্বের সেরাদের মধ্যে একজন।”
দ্বিতীয় মেয়াদে রেয়াল মাদ্রিদের দায়িত্ব পালন করছেন আনচেলত্তি। ক্লাবটি ছেড়ে গেলেও এর প্রতি ভালোলাগা আজীবন থাকবে বলে জানালেন তিনি।
“এই ক্লাবের সঙ্গে হানিমুন কখনো শেষ হয় না। রেয়াল মাদ্রিদ, যেমন আগে (এসি) মিলান ছিল, ক্লাবগুলো আমার হৃদয়ে রয়ে গেছে, এখানে কাটানো সময়ের জন্য ও সম্পর্কগুলোর জন্য। যখন চাপ কমে আসে, তখন ভালোবাসা বেড়ে যায়। মাদ্রিদের সঙ্গে আমার হানিমুন আমার জীবনের শেষ দিন পর্যন্ত চলবে।”