বাংলাদেশ ফুটবল
Published : 04 Jul 2024, 08:37 PM
দেশের শীর্ষ পর্যায়ের ফুটবলে বসুন্ধরা কিংসের সব সাফল্যের পেছনের মানুষটি অস্কার ব্রুসন। এই স্প্যানিশ কোচের হাত ধরে ২০১৮ সাল থেকে দুর্বার গতিতে ছুটছে কিংস। ঘরোয়া পর্যায়ে পেয়েছে একের পর এক শিরোপার স্বাদ। মাঝে এই সম্পর্কে চিড় ধরেছিল। এবার তা পুরোপুরি টুটে গেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ব্রুসন নিশ্চিত করেছেন, আসছে মৌসুমে বসুন্ধরা কিংসের ডাগআউটে তাকে আর দেখা যাবে না। সরে দাঁড়ানোর কারণ ‘ব্যক্তিগত’ বললেও পরে বলেছেন ‘অভ্যন্তরীণ টানাপোড়েন’-ও ভূমিকা রেখেছে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে।
“হ্যাঁ, আমি আর চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। পরিবারকে আরও বেশি সময় দিতে চাই। আমার সাত মাস বয়সী বাচ্চাও আছে, তাকে সময় দিতে চাই।”
“ছয় বছর ধরে নিজের সবটুকু আমি এই ক্লাবকে দিয়েছি। এখন একটু বিশ্রামও প্রয়োজন। এছাড়াও কিছু অভ্যন্তরীণ ইস্যু আছে।”
২০১৮ সালে সেপ্টেম্বরে কিংসের কোচ হন ব্রুসন। ৪৭ বছর বয়সী এই কোচের কোচিংয়ে প্রিমিয়ার লিগে চারটি, ফেডারেশন কাপে দুটি এবং স্বাধীনতা কাপে একটি শিরোপা জিতেছে দলটি।
ব্রুসনের কোচিংয়ে দেশের গন্ডি পেরিয়ে অবশ্য আলো ছড়াতে পারেনি বসুন্ধরা কিংস। একবারও পারেনি এএফসি কাপের গ্রুপ পর্বের বৈতরণী পার হতে।
এ বিষয়ে মন্তব্যের জন্য কিংস সভাপতি ইমরুল হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি সাড়া দেননি।