ইংলিশ ফুটবল
Published : 25 Sep 2024, 03:27 PM
মার্টিন ওডেগোরকে পেতে আরও অপেক্ষা করতে হবে আর্সেনালকে। সেটা কতদিন, তা অবশ্য জানেন না মিকেল আর্তেতা। আগামী মাসের আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর অধিনায়ককে পাওয়ার আশায় আছেন প্রিমিয়ার লিগের ক্লাবটির কোচ।
চলতি মাসের শুরুতে উয়েফা নেশন্স লিগে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারানোর ম্যাচে অ্যাঙ্কেলে আঘাত পান নরওয়ের অধিনায়ক ওডেগোর। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে বেকায়দায় পড়ে তার গোড়ালি মচকে যায়।
নরওয়ে দলের চিকিৎসক ওলা সান্দ তখন জানিয়েছিলেন, সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ২৫ বছর বয়সী ফুটবলারকে। সেটি দীর্ঘ হচ্ছে আরও।
ওই চোটের কারণে আর্সেনালের সবশেষ তিনটি ম্যাচে খেলতে পারেননি তারকা মিডফিল্ডার। সামনে আরও কয়েকটি লড়াইয়েও তাকে পাবে না লন্ডনের ক্লাবটি। লিগ কাপে বুধবার বোল্টনের মুখোমুখি হবে তারা। আগামী শনিবার রয়েছে প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচ।
আগামী ১ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে আর্সেনাল। চার দিন পর মুখোমুখি হবে সাউথ্যাম্পটনের। এই ম্যাচগুলোতে ওডেগোরকে পাওয়ার সম্ভাবনা দেখেন না আর্তেতা।
“আমি মনে করি, এটা (ওডেগোরের সেরে ওঠা) আরও কয়েক সপ্তাহের ব্যাপার। ঠিক কতদিন, বলতে পারব না। আমরা চমক দেখতে পারি; কিন্তু আমার মনে হয় এটার (আন্তর্জাতিক বিরতির আগে তার ফেরার) সম্ভাবনা কম।”
আন্তর্জাতিক বিরতি শেষে আগামী ১৯ অক্টোবর বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে আর্সেনাল।