স্প্যানিশ ফুটবল
Published : 21 May 2025, 09:32 PM
আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে শাবি আলোন্সোর রেয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নেওয়া কেবল সময়ের ব্যাপার বলেই শোনা যাচ্ছে। দলটির ফুটবলার দানি কার্ভাহাল বলছেন, হতাশাজনক একটি মৌসুমের পর কার্লো আনচেলত্তির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোন্সো ‘সুদিন’ ফিরিয়ে আনতে পারবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে স্প্যানিশ এই ডিফেন্ডারের বিশ্বাস, সান্তিয়াগো বের্নাবেউয়ে হয়তো ভালোই করবেন তার সাবেক সতীর্থ।
আগামী শনিবার লা লিগায় রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে রেয়াল মাদ্রিদে আনচেলত্তির দ্বিতীয় অধ্যায়। এরপর আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ।
মৌসুমটা এবার খুব বাজে কাটছে রেয়াল। লা লিগা শিরোপা তারা ধরে রাখতে পারেনি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে পথচলা থেমেছে দুই লেগ মিলিয়ে আর্সেনালের কাছে বিধ্বস্ত হয়ে। স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রের ফাইনালসহ মৌসুমে বার্সেলোনার বিপক্ষে চারবারের দেখায় সবকটিতে তারা হেরেছে।
সম্ভাব্য নতুন কোচ আলোন্সো রেয়ালের এই পরিস্থিতি পাল্টে দিতে পারবেন? চোটের কারণে অনেক দিন ধরে মাঠের বাইরে থাকা কার্ভাহাল বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সবকিছু ছেড়ে দিলেন সময়ের হাতে।
“মনে হচ্ছে শাবিই আসবে, যদিও এখনও আনুষ্ঠানিক নয়। সময়ই বলবে দলের এই বছরের হতাশা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য শাবি সঠিক ব্যক্তি কি না, আমরা তিনটি বড় শিরোপার কোনোটিই জিতিনি। কিন্তু এটাই ফুটবল। শেষ পর্যন্ত ফলাফলই কোচ ও খেলোয়াড়দের ভবিষ্যৎ নির্ধারণ করে।”
আলোন্সোর কোচিংয়ে গত মৌসুমে বায়ার্ন মিউনিখের টানা ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে, প্রথম দল হিসেবে গোটা আসরে অপরাজিত থেকে বুন্ডেসলিগা শিরোপা জেতে বায়ার লেভারকুজেন। ঘরে তোলে জার্মান কাপও। ক্লাবের আগের ১১৯ বছরের ইতিহাসে স্রেফ দুটি বড় শিরোপা জেতা লেভারকুজেন আলোন্সোর হাত ধরে এক মৌসুমেই উঁচিয়ে ধরে দুটি ট্রফি। সব প্রতিযোগিতা মিলিয়ে ইউরোপিয়ান রেকর্ড টানা ৫১ ম্যাচ অপরাজিত ছিল তারা।
খেলোয়াড়ি জীবনে আলোন্সো রেয়ালে থাকার সময় দুই মৌসুম তার সঙ্গে খেলেছেন কার্ভাহাল। নতুন ভূমিকাতেও সাবেক মিডফিল্ডারকে নিয়ে দারুণ আশাবাদী ইউরোপের সফলতম দলটির হয়ে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ৩৩ বছর বয়সী এই ফুটবলার।
“বায়ার লেভারকুজেনের হয়ে শাভির দুটি দুর্দান্ত মৌসুম কেটেছে। আমার মনে হয়, (রেয়াল মাদ্রিদে) সে খুব ভালো করবে।”
“সে ক্লাবটিকে অন্যদের চেয়ে ভালো করে চেনে, সে (এখানে) খেলোয়াড় ছিলেন, সে অনেক বছর ধরে এই ব্যাজের মান সমুন্নত রাখার জন্য নিজেকে উৎসর্গ করেছে। সে জানে মাদ্রিদের খেলোয়াড় হওয়ার অর্থ কী। আমি মনে করি, কোচ হিসেবে এটাও তাকে এগিয়ে রাখবে।”
আলোন্সোর কোচিংয়ে এই মৌসুম লেভারকুজেনের ভালো কাটেনি। মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা চলতি মাসের শুরুর দিকে দেন তিনি।
জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ সামনে রেখে রেয়াল শিগগিরই নতুন কোচ হিসেবে আলোন্সোর নাম ঘোষণা করবে বলে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর। বলা হচ্ছে, পরবর্তী তিন বছরের জন্য দলটির দায়িত্ব নেবেন ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত রেয়ালের জার্সিতে খেলা ৪৩ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড।