Published : 18 Aug 2024, 12:49 PM
মৌসুম বদলেছে, কিন্তু বায়ার লেভারকুজেনের বদলের ইঙ্গিত নেই। সেই একই উজ্জীবিত পারফরম্যান্স, শেষ সময়ে ঘুরে দাঁড়ানো, হার না মানা মানসিকতার ছাপ রাখল তারা নতুন মৌসুমের শুরুতেও। ১০ জনের দল নিয়ে লড়াই, পিছিয়ে পড়েও শেষ দিকে ম্যাচে ফেরা এবং শেষ পর্যন্ত জয়, সব মিলিয়ে শিরোপা জিতে মৌসুম শুরু করল শাবি আলোন্সোর দল।
জার্মান সুপার কাপে শনিবার ভিএফবি স্টুর্টগার্টকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জয় করে লেভারকুজেন। নির্ধারিত সময়ে ম্যাচ সমতায় ছিল ২-২ গোলে।
ম্যাচের ৬৬ শতাংশ সময় বল ছিল স্টুর্টগার্টের কাছে। সঠিক পাসের হারেও তারা ছিল অনেক এগিয়ে। কিন্তু লেভারকুজেন হার মানেনি।
ঘরের মাঠে ম্যাচের একাদশ মিনিটেই এগিয়ে যায় লেভারকুজেন। তবে স্টুর্টগার্ট সমতা ফেরায় চার মিনিট পরই।
৩৭তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লেভারকুজেনের ফরাসি উইঙ্গার মারতঁ তেরিয়েঁ। এরপর কৌশলে পরিবর্তন আনতে বাধ্য হন কোচ আলোন্সো। ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্টুর্টগার্ট। দ্বিতীয়ার্ধে তারা এগিয়েও যায়। এক পর্যায়ে শিরোপার সুবাসও পাচ্ছিল তারা।
তবে লেভারকুজেনের সঙ্গে ম্যাচ তো শেষের আগে শেষ নয়! ৯০ মিনিট শেষ হওয়ার মিনিট দুয়েক আগে পাত্রিক শিক গোল করে সমতায় ফেরান দলকে।
টাইব্রেকারে চার শটের প্রতিটিই জালে জড়ান লেভারকুজেনের ফুটবলাররা। কাজ হয়ে যায় তাতেই। গত মৌসুমে ‘নেভারলুজেন’ নাম পেয়ে যাওয়া দল নতুন মৌসুমেও শুরু করল উদ্ভাসিত রূপেই।
নিজেদের ১২০ বছরের ইতিহাসে প্রথম লিগ শিরোপা জয়ের পাশাপাশি গত মৌসুমে জার্মান কাপও জিতেছিল লেভারকুজেন। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ম্যাচ হেরেছিল স্রেফ একটি। কোচ হিসেবেও ফুটবলবিশ্বে আলাদা পরিচয় গড়ে তোলেন আলোন্সো।
হতাশাজনক গত মৌসুমের পর ১৩ বছরের মধ্যে প্রথমবার এবার জার্মান সুপার কাপের ফাইনালে ছিল না বায়ার্ন মিউনিখ।