Published : 08 Feb 2023, 04:38 PM
ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে আল হিলালের বিপক্ষে হারের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন ফ্লামেঙ্গোর কোচ ভিতর পেরেইরা। তার দাবি, ম্যাচে রেফারিংয়ে স্বচ্ছতার অভাব ছিল প্রকট এবং সিদ্ধান্তগুলো ছিল একতরফা।
ফুটবল ঐতিহ্য ও বড় মঞ্চে অভিজ্ঞতার বিচারে এগিয়ে থাকা প্রতিপক্ষকে হারিয়ে চমক দেখিয়েছে সৌদি আরবের দলটি। ফাইনালে ওঠার লড়াইয়ে গত মঙ্গলবার ৩-২ গোলে জিতেছে তারা।
প্রথমার্ধেই দুটি পেনাল্টি পায় আল হিলাল। দুটিই কাজে লাগান সালেম আল দাওয়াসারি। প্রথমার্ধের যোগ করা সময়ে মিডফিল্ডার জেরসন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ফ্লামেঙ্গো। ওই ঘটনায়ই দ্বিতীয় পেনাল্টিটি পায় আল হিলাল।
প্রথমার্ধে একটি গোল করা পেদ্রো দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আবারও জালে বল পাঠান। তবে তা কেবল ব্যবধানই কমায়। ৭০তম মিনিটে আল হিলালের তৃতীয় গোলটি করেন লুসিয়ানো ভিয়েত্তো।
ম্যাচ শেষে ক্ষুব্ধ পর্তুগিজ কোচ সংবাদ সম্মেলনে বলেন, রেফারি স্পষ্টভাবে প্রতিপক্ষকে সুবিধা দিয়েছে।
“আমরা আল হিলালের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু এমন রেফারিংয়ের জন্য প্রস্তুত ছিলাম না। এমন কিছু প্রতিযোগিতার মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না।”
পেরেইরা আরও বলেন, রেফারি আল হিলাল খেলোয়াড়দের সময় নষ্ট করার চেষ্টা রুখতে কোনো ব্যবস্থা নেয়নি এবং কার্ড দেখানোর ক্ষেত্রেও তার ভিন্ন মানদণ্ড ছিল। খেলোয়াড়রা যদি নিজেদের ঠিকমতো সামলাতে না পারতো, তাহলে তার দল আরও কয়েকটি লাল কার্ড দেখতো বলেও মনে করেন ৫৪ বছর বয়সী পেরেইরা।
প্রথমার্ধে চারটি এবং দ্বিতীয়ার্ধে তিনটি হলুদ কার্ড দেখে ফ্লামেঙ্গো। বিপরীতে আল হিলালের খেলোয়াড়রা পেয়েছেন মাত্র তিনটি হলুদ কার্ড।
ক্লাব বিশ্বকাপে চতুর্থ ব্রাজিলিয়ান ও ষষ্ঠ লাতিন আমেরিকান চ্যাম্পিয়ন হিসেবে ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে হারল ফ্লামেঙ্গো।
সৌদি আরবের প্রথম দল হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল আল হিলাল। বুধবার রিয়াল মাদ্রিদ ও আল আহলির লড়াইয়ের জয়ী দলের বিপক্ষে শিরোপার জন্য খেলবে তারা।