ইংলিশ ফুটবল
Published : 02 Jul 2025, 08:48 PM
আক্রমণভাগে শক্তি বাড়াল চেলসি। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোকে কিনল স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।
আট বছরের চুক্তিতে ৩০ বছর বয়সী এই ফুটবলারকে দলে নেওয়ার কথা বুধবার বিবৃতি দিয়ে জানায় চেলসি। ট্রান্সফার ফি নিয়ে ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, অঙ্কটা ৬ কোটি পাউন্ড।
স্বদেশের ক্লাব ফ্লুমিনেসিতে পেশাদার ক্যারিয়ার শুরুর পর ২০১৯ সালে ওয়াটফোর্ডে যোগ দিয়ে ইংলিশ ফুটবলে পা রাখেন পেদ্রো। সেখান থেকে ব্রাইটনে যোগ দেন ২০২৩ সালে।
দলটির হয়ে ৭০ ম্যাচে ৩০টি গোল ও ১০টি অ্যাসিস্ট করেছেন তিনি। ব্রাজিল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন তিনটি।
চেলসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের ক্লাব বিশ্বকাপের দলে যোগ দিয়েছেন পেদ্রো। বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে ফিলাডেলফিয়ায় ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনাল দিয়ে অভিষেক হতে পারে তার।