চ্যাম্পিয়ন্স লিগ
Published : 06 Mar 2025, 09:10 PM
অতি উচ্ছ্বাসে এখন অনেক কিছু ভেস্তে যেতে বসেছে মানুয়েল নয়ারের। বায়ার লেভারকুজেনের বিপক্ষে গোল উদযাপন করতে গিয়ে পাওয়া চোটে বায়ার্ন মিউনিখের মূল গোলরক্ষক কয়েক সপ্তাহের ছিটকে যেতে পারেন বলে গণমাধ্যমের খবর।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে লেভারকুজেনের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে এই চোট পান নয়ার।
শাবি আলোন্সোর দলের বিপক্ষে জয় খরা কাটাতে এদিন হয়তো বেশিই তেতে ছিল তারা। হ্যারি কেইনের হেডে শুরুতে এগিয়ে যাওয়ার পর ৫৪তম মিনিটে জামাল মুসিয়ালা ব্যবধান বাড়ালে দলটির বিপক্ষে আড়াই বছরের মধ্যে প্রথম জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয় বায়ার্নের, সেটারই উদযাপন করতে গিয়ে চোট পান নয়ার।
পা ধরে বসে পড়েন ৩৮ বছর বয়সী গোলকিপার। মাঠে কিছুক্ষণ চিকিৎসা দেওয়া হলেও আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। পরদিন মিউনিখের ক্লাবটি বিবৃতি দিয়ে জানায়, পায়ের পেশি ছিড়ে গেছে তার।
জার্মানির বিশ্বকাপ জয়ী গোলরক্ষককে কতদিন বাইরে থাকতে হতে পারে, সে বিষয়ে অবশ্য কিছু বলা হয়নি। তবে স্কাই স্পোর্টস জার্মানির প্রতিবেদনে বলা হয়েছে, লেভারকুজেনের বিপক্ষে আগামী সপ্তাহের ফিরতি লেগসহ বুন্ডেসলিগায় দলের পরের চারটি ম্যাচে খেলতে পারবেন না নয়ার।
শেষ দিকে সফল স্পট কিকে নিজের দ্বিতীয় গোলটি করেন কেইন, ৩-০ গোলে জেতে বায়ার্ন। তাতে লেভারকুজেসের বিপক্ষে চলতি মৌসুমে আগের তিনটিসহ মোট ছয় ম্যাচ পর জয় পায় জার্মানির সফলতম ক্লাবটি।
শেষ ষোলোর ফিরতি লেগে আগামী মঙ্গলবার লেভারকুজেনের মাঠে খেলবে ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।
কেইনের বদলি হিসেবে এদিন মাঠে নেমে বার্য়ানের জার্সিতে অভিষেকের স্বাদ পান ২১ বছর বয়সী গোলকিপার ইয়োনাস উরব্রিগ। নয়ারের অনুপস্থিতিতে সামনেও তাকেই বায়ার্নের পোস্টে দেখা যেতে পারে।