স্প্যানিশ ফুটবল
Published : 21 May 2025, 11:58 PM
চোট সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না রেয়াল মাদ্রিদকে। সেই তালিকায় নতুন সংযোজন এন্দ্রিক। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গেছেন এই তরুণ ফরোয়ার্ড।
লা লিগায় গত রোববার সেভিয়ার মাঠে ২-০ গোলে জয়ের ম্যাচের ৫৮তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন এন্দ্রিক। দুই দিন পর বুধবার তার এই চোটের কথা জানায় ক্লাবটি।
ক্লাবের বিবৃতিতে অবশ্য ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মাঠে ফেরার সম্ভাব্য সময়ের কথা বলা হয়নি। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, ১৮ বছর বয়সী এই ফুটবলারের সেরে উঠতে অন্তত দুই মাস লাগবে। আর তা সত্যি হলে জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপে তাকে পাবে না রেয়াল মাদ্রিদ।
শিরোপাশূন্য মৌসুম কাটানো দলটির চোটাক্রান্ত নিয়মিত খেলোয়াড়দের তালিকায় আগে থেকেই আছেন- ভিনিসিউস জুনিয়র, লুকাস ভাসকেস, দানি কার্ভাহাল, এদের মিলিতাও, এদুয়ার্দো কামাভিঙ্গা, আন্টোনিও রুডিগার, ফেরলঁদ মঁদি ও ডাভিড আলাবা।
লা লিগার শেষ রাউন্ডে আগামী শনিবার রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে ঘরের মাঠে খেলবে রেয়াল মাদ্রিদ। এরপর আগামী মাসে আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু করবে ইউরোপের সফলতম ক্লাবটি।
এন্দ্রিকের এই চোট ব্রাজিল জাতীয় দলের জন্যও বড় ধাক্কা। বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে একুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ওই দুই ম্যাচ দিয়ে ব্রাজিলের ডাগআউটে যাত্রা শুরু হবে রেয়ালের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির।