ইংলিশ ফুটবল
Published : 03 Jul 2025, 02:41 PM
স্পেনে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জটা। স্থানীয় দমকলকর্মীদের বরাত দিয়ে বৃহস্পতিবার স্পেনের রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি স্টেশন জানিয়েছে এই খবর।
স্পেনের থামোরা প্রদেশে এই দুর্ঘটনায় ২৮ বছর বয়সী জটার ভাই আন্দ্রে সিলভাও মারা গেছেন।
২৬ বছর বয়সী সিলভাও পেশাদার ফুটবলার ছিলেন। পর্তুগালের দ্বিতীয় স্তরের একটি ক্লাবে খেলতেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সকে দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে পুলিশ, যদিও তারা এখনও আনুষ্ঠানিকভাবে নিহত ব্যক্তিদের নাম নিশ্চিত করতে পারেনি।
স্থানীয় দমকল বিভাগ তাদের ওয়েবসাইটে বলেছে, স্থানীয় সময় বুধবার মধ্যরাতে একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে ও আগুনে পুড়ে যায় এবং ২৮ ও ২৬ বছর বয়সী দুই পুরুষকে মৃত অবস্থায় পাওয়া যায়।
পরে স্প্যানিশ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাস্থলে পাওয়া প্রমাণ থেকে বোঝা যাচ্ছে যে, অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় জটার গাড়ির টায়ার ফেটে যাওয়ার কারণে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং পরে আগুন ধরে যায়।
গত ২২ জুন দীর্ঘদিনের সঙ্গী রুটকে বিয়ে করেন জটা। এই দম্পতির তিন সন্তান রয়েছে। দুই ছেলের বয়স চার ও দুই বছর, মেয়ের বয়স সাত মাস।
জটা ভাইদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।
“আমরা দুই চ্যাম্পিয়নকে হারিয়েছি। তাদের মৃত্যু পর্তুগিজ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি। প্রতিদিন তাদের অবদানকে সম্মান জানাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”
গত মৌসুমে লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ে অবদান রাখেন জটা। ২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে অ্যানফিল্ডে যোগ দেন তিনি। লিভারপুলের জার্সিতে সব প্রতিযোগিতায় মিলিয়ে ১৮২ ম্যাচে তার গোল ৬৫টি।
পর্তুগাল জাতীয় দলের হয়ে ২০১৯ সালে অভিষেক থেকে জটা খেলেন ৪৯ ম্যাচ। দলটির হয়ে দুটি উয়েফা নেশন্স লিগ শিরোপা জেতেন তিনি।