স্প্যানিশ ফুটবল
Published : 14 May 2025, 08:50 PM
পেশির চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন রবের্তো লেভানদোভস্কি। আসছে ম্যাচে তাকে ফিট অবস্থায় পাওয়ার আশা করছে বার্সেলোনা। এস্পানিওলের বিপক্ষে পোলিশ তারকা খেলতে প্রস্তুত বলে নিশ্চিত করেছেন দলটির কোচ হান্সি ফ্লিক।
লা লিগায় বৃহস্পতিবার এস্পানিওলের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি জিতলে স্পেনের শীর্ষ প্রতিযোগিতার শিরোপা নিশ্চিত হয়ে যাবে তাদের।
তবে একদিন আগেও লক্ষ্য পূরণ হয়ে যেতে পারে কাতালান ক্লাবটির। বুধবার মায়োর্কার বিপক্ষে রেয়াল মাদ্রিদ জিততে ব্যর্থ হলে তিন ম্যাচ আগেই লা লিগার শিরোপা পুনরুদ্ধার করে ফেলবে ফ্লিকের দল।
লিগ টেবিলে ৩৫ ম্যাচে ২৬ জয় ও ৪ ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে তাদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে রেয়াল মাদ্রিদ, ২৩ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৫।
গত মাসের মাঝামাঝিতে পেশিতে চোট পান লেভানদোভস্কি। যার ফলে রেয়ালের বিপক্ষে ৩-২ গোলে জেতা কোপা দেল রের ফাইনালে এই স্ট্রাইকারকে পায়নি বার্সেলোনা।
চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষেও খেলতে পারেননি লেভানদোভস্কি। পরে ফিরতি লেগে ৩০ মিনিট খেলার সুযোগ পান তিনি।
কিন্তু তখনও সম্ভবত পুরোপুরি ফিট ছিলেন না ৩৬ বছর বয়সী এই ফুটবলার। তাই রোববার রেয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-৩ গোলে জেতা ম্যাচে তাকে খেলাননি কোচ। এই চোটে লিগে মোট তিনটি ম্যাচে বাইরে ছিলেন লেভানদোভস্কি।
এস্পানিওলের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে লেভানদোভস্কির অবস্থা নিয়ে স্বস্তির সংবাদ দিলেন ফ্লিক।
“লেভানদোভস্কি ভালো করছে, ভালো অবস্থায় আছে। অবশ্যই সে খেলার জন্য প্রস্তুত।”
চলতি লিগে ৩১ ম্যাচে ২৫ গোল করেছেন লেভানদোভস্কি। গোল্ডেন বুটের দৌড়ে রেয়ালের কিলিয়ান এমবাপের চেয়ে দুই গোল পিছিয়ে আছেন তিনি। সমান ম্যাচে ফরাসি তারকা গোল ২৭টি।