ইংলিশ ফুটবল
Published : 07 Apr 2025, 03:19 PM
ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সাউথ্যাম্পটনের অবনমন ছিল সময়ের ব্যাপার। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হারের পর তা নিশ্চিত হয়ে গেল। আর তাতে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম উঠল ক্লাবটির।
প্রতিপক্ষের মাঠে রোববার ৩-১ ব্যবধানে হারে সাউথ্যাম্পটন। ৩১ ম্যাচে এটি তাদের ২৫তম হার। স্রেফ দুই জয় ও ৪ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তলানিতে তারা।
মৌসুমে এখনও ৭টি লিগ ম্যাচ বাকি সাউথ্যাম্পটনের। এর আগেই প্রতিযোগিতাটি থেকে অবনমন নিশ্চিত হয়ে গেছে তাদের। প্রিমিয়ার লিগের ইতিহাসে এত আগে অবনমন হয়নি কোনো ক্লাবের।
অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি এতদিন যৌথভাবে ছিল ইপ্সউইচ টাউন ও ডার্বি কাউন্টির। ১৯৯৪-৯৫ মৌসুমে ইপ্সউইচ ও ২০০৭-০৮ মৌসুমে ডার্বি কাউন্টির ৬ ম্যাচ আগেই অবনমন নিশ্চিত হয়ে গিয়েছিল।
আরেকটি অপ্রত্যাশিত রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাউথ্যাম্পটন। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার শঙ্কায় তারা। ২০০৭-০৮ মৌসুমে ১১ পয়েন্ট পেয়েছিল ডার্বি কাউন্টি।
সাউথ্যাম্পটন গোলরক্ষক অ্যারন র্যামসডেল এই রেকর্ড এড়াতে চান।
“মৌসুমের শেষ পর্যন্ত আমরা যত বেশি সম্ভব পয়েন্ট পেতে চাই। কেউই এই রেকর্ড চায় না। আরও পয়েন্ট পাওয়ার জন্য আমাদের করণীয় সবকিছু করব।”
লিগে সাউথ্যাম্পটনের পরের ম্যাচ অ্যাস্টন ভিলার বিপক্ষে, আগামী শনিবার।