উয়েফা নেশন্স লিগ
Published : 16 Nov 2024, 05:26 PM
দেশের মাঠের হারের প্রতিশোধ প্রতিপক্ষের আঙিনায় নিতে চান লুকাস দিনিয়ে। এক আসরে ইতালির বিপক্ষে দুইবার হারের পরিস্থিতিও যেকোনো মূল্যে এড়াতে চান এই ডিফেন্ডার। তাই আগেই নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হওয়া দুই দলের লড়াইয়ে তিনি দেখতে চাইলেন মরিয়া এক ফ্রান্সকে।
নেশন্স লিগের ম্যাচে রোববার রাতে মিলানের সান সিরোয় ইতালির মুখেমুখি হবে দিদিয়ে দেশমের দল।
গত সেপ্টেম্বরে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের প্রথম রাউন্ডে ঘরের মাঠে ইতালির বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল ফ্রান্স। পরে টানা তিন জয় পায় দলটি। নিজেদের সবশেষ ম্যাচে বিবর্ণ ফুটবলে ইসরায়েলের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা।
এখন পর্যন্ত অপরাজিত ইতালি চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ফ্রান্স। আগামী মার্চের কোয়ার্টার-ফাইনালে খেলা নিশ্চিত হয়ে গেছে এই দুই দলের। সান সিরোর ম্যাচ দিয়ে ঠিক হবে গ্রুপ চ্যাম্পিয়ন।
শুক্রবার এক সংবাদ সম্মলেন দিনিয়ে বললেন, আসছে ম্যাচে কেবল জয়ের কথাই ভাবছেন তারা।
“অবশ্যই ছেলেদের মধ্যে ক্রীড়াসুলভ প্রতিশোধের চেতনা কাজ করছে। কোনো দলের (ইতালি) বিপক্ষে হারার পর কেউই সেটা দ্বিতীয়বার চাইবে না। আমার মনে হয়, সবার মধ্যেই এই ভাবনা কাজ করবে।”
“ইতালি দলে সমন্বয় খুব ভালো, তাদের স্কোয়ার দারুণ, খুব ভালো একজন কোচ (স্পালেত্তি) আছে, যাকে আমি রোমায় খেলার সময় থেকে জানি। তিনি অসাধারণ একজন কৌশলী, অসাধারণ মানুষ।”
ইতালির বিপক্ষে লড়াইয়ের জন্য সর্বোচ্চ প্রস্তুতির তাগিদ দিলেন দিনিয়ে। ছোট ছোট ব্যাপারে ভুলের পুনরাবৃত্তি থেকে বেরিয়ে আসতে বললেন তিনি।
নিজের কথাও বললেন অ্যাস্টন ভিলা ডিফেন্ডার। মূলত তার দায়িত্ব রক্ষণ সামলানো হলেও, গোল পেতে কার না ভালো লাগে। তবে দেশের হয়ে ৫০তম ম্যাচ খেলতে যাওয়া দিনিয়ে এখনও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে জালের দেখা পাননি। এ নিয়ে খুব একটা আক্ষেপ অবশ্য নেই তার বা দলের।
“গোলের কথা বললে, কেউ আমাকে এ নিয়ে উত্যক্ত করেনি। আর ৫০ ম্যাচের কথা বললে, অনেক লম্বা পথ, প্রচুর কঠোর পরিশ্রমের (ফসল), যত দিন যাচ্ছে ৫০ ম্যাচ খেলার অর্থ আমি তত বেশি বুঝতে পারছি।”