বিশ্বকাপ বাছাই
Published : 26 May 2025, 09:58 PM
ক্লাবের সবশেষ ম্যাচেও খেলেছিলেন বার্ট ফেরব্রুগেন। কিন্তু এরপরই বেঁকে বসল তার শরীর। যা দুঃসংবাদ হয়ে এলো নেদারল্যান্ডসের জন্য। বিশ্বকাপ বাছাইয়ে ফিনল্যান্ড ও মাল্টার বিপক্ষে দলের প্রথম পছন্দের গোলরক্ষককে পাবে না তারা।
আগামী ৭ জুন ফিনল্যান্ড ও ১০ জুন মাল্টার মুখোমুখি হবে ডাচরা। এই ম্যাচগুলো দিয়ে শুরু হবে তাদের ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াই।
প্রিমিয়ার লিগে মৌসুমের শেষ ম্যাচে রোববার টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হয় ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। স্বাগতিকদের ৪-১ ব্যবধানে উড়িয়ে দেওয়া লড়াইয়ে ব্রাইটনের পোস্টের নিচে পুরো ৯০ মিনিট ছিলেন ফেরব্রুগেন।
পরদিনই বিশ্বকাপ বাছাইয়ের আসছে দুই ম্যাচের জন্য ২৩ জনের স্কোয়াডে ঘোষণা করে নেদারল্যান্ডস। সেখানে রাখা হয়নি ফেরব্রুগেনকে। ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন জানান ‘শারীরিক কিছু সমস্যায় ভুগছেন ফেরব্রুগেন এবং সেরে উঠতে তার সময় লাগবে।’
২২ বছর বয়সী ফেরব্রুগেনের জায়গায় কিল স্খেরপেনকে নিয়েছে ডাচরা। স্টুহাম খাৎসের হয়ে অস্ট্রিয়ান বুন্ডেসলিগা জেতা ২৫ বছর বয়সী গোলরক্ষক আগেও দলে ডাক পেয়েছিলেন। কিন্তু এখনও জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি তার।
আর্সেনাল ডিফেন্ডার ইউরিয়েন টিম্বারকে দলে রাখেনি ডাচরা।