স্প্যানিশ ফুটবল
Published : 16 May 2025, 03:54 PM
কাতালান ডার্বিতে বার্সেলোনার বিপক্ষে হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এস্পানিওল কোচ মানোলো গন্সালেস। লামিনে ইয়ামালেরও সমালোচনা করেছেন তিনি। তাকে আবার পাল্টা জবাব দিয়েছেন বার্সেলোনার সাবেক ডিফেন্ডার জেরার্দ পিকে।
এস্পানিওলের মাঠে বৃহস্পতিবার রাতে ২-০ গোলে জিতে দুই ম্যাচ হাতে রেখে লা লিগা শিরোপা পুনরুদ্ধার করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতে চোখধাঁধানো এক গোলে দলকে এগিয়ে নেন ইয়ামাল। শেষ দিকে ফের্মিন লোপেসের গোলেও অবদান রাখেন দারুণ ছন্দে থাকা ১৭ বছর বয়সী উইঙ্গার।
শেষ ১০ মিনিট একজন কম নিয়ে খেলতে হয় এস্পানিওলকে। বল দখলে নেওয়ার চেষ্টার সময় হাত দিয়ে ইয়ামালের পেটে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন দলটির ডিফেন্ডার লিয়ান্দ্রো কাবরেরা। ভিএআরে মনিটরে দেখে সিদ্ধান্তটি নেন রেফারি।
ওই ঘটনায় ম্যাচের পর ইয়ামালের বিরুদ্ধে ‘ডাইভ’ দেওয়ার অভিযোগ করেন এস্পানিওল কোচ গন্সালেস।
“এটা এমন আঘাত যে, এভাবে মাটিতে পড়ে গেলে? এটা ভালোভাবে করা উচিত, তাই না? আমরা জানি যে, দায়াগোনালের (বার্সেলোনার সড়ক) অন্য প্রান্তে তারা বছরের পর বছর ধরে নাটকটি বেশ ভালোভাবে পরিচালনা করেছে।”
“আমরা ফুটবলকে নষ্ট করছি। কাবরেরার ওই মুভমেন্ট আঘাত বা ক্ষতি করার মতো যথেষ্ট শক্তিশালী ছিল না। এটা কোনো আক্রমণ, মুখে আঘাত বা হার্ড ট্যাকল ছিল না। লামিনেকে ডাইভিং বন্ধ করতে বলেছি আমি। ওই মুহূর্তে ডাইভ দেওয়ার প্রয়োজন ছিল না।”
এতে চুপ করে বসে থাকেননি পিকে। বার্সেলোনার সাবেক স্প্যানিশ ডিফেন্ডার পাল্টা তোপ দেগেছেন গন্সালেসকে।
“দায়াগোনালের অন্য পাশে? দুঃখিত, কিন্তু আপনি বহু বছর আগে শহর ছেড়ে চলে গেছেন। বার্সেলোনা (শহর) মানেই ব্লাউগ্রানা (ক্লাবের ডাক নাম)।”
স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রের পর বার্সেলোনার লা লিগা জয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাসও প্রকাশ করেন পিকে, “কী আনন্দের।”