Published : 25 Jun 2025, 07:14 PM
৯ মাসেই শেষ হয়ে গেল স্তেফানো পিওলির আল নাস্র অধ্যায়। ক্রিস্তিয়ানো রোনালদো, সাদিও মানেদের ক্লাবের দায়িত্ব ছাড়লেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ।
সৌদি প্রো লিগের দলটি বুধবার এক বিবৃতিতে জানায়, পারস্পরিক সম্মতিতে পিওলি ও তার কোচিং স্টাফের অন্য সদস্যদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতাও জানানো হয় বিবৃতিতে।
গত বছরের সেপ্টেম্বরে আল নাস্রের দায়িত্ব নিয়েছিলেন পিওলি। পর্তুগিজ কোচ লুইস কাস্ত্রোর স্থলাভিষিক্ত হয়েছিলেন ইন্টার মিলান ও এসি মিলানের সাবেক এই কোচ।
তার কোচিংয়ে গত মৌসুমে সৌদি প্রো লিগে তৃতীয় হয় আল নাস্র। চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদের চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে থেকে আসর শেষ করে দলটি।
৫৯ বছর বয়সী পিওলির বিদায়ের খবরে সামাজিক মাধ্যমে রোনালদো লিখেছেন, “সবকিছুর জন্য ধন্যবাদ।”
ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়ে ২০২৩ সালে ক্লাবটিতে যোগ দেওয়া রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। ৪০ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা ক্লাব ছেড়ে যেতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তবে সূত্রের বরাত দিয়ে বিবিসি লিখেছে, তার চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী আল নাস্র।
কোচিং ক্যারিয়ারের সবচেয়ে লম্বা সময় এসি মিলানে কাটিয়েছেন পিওলি। ২০১৯ সালে সেখানে দায়িত্ব নেওয়ার পর তার হাত ধরে এক দশকের বেশি সময়ের অপেক্ষা ঘুচিয়ে ২০২১-২২ সেরি আয় চ্যাম্পিয়ন হয় দলটি। ২০২২-২৩ চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালেও খেলে সাতবারের ইউরোপ চ্যাম্পিয়নরা।
তিনি আরেক ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনায় যোগ দিতে পারেন বলে গুঞ্জন আছে।