ফরাসি ফুটবল
Published : 21 Apr 2025, 03:40 PM
গ্যালারি থেকে ছোঁড়া বস্তু গিয়ে লাগল সহকারী রেফারির মাথায়। লম্বা সময়ের জন্য বন্ধ রাখা হলো খেলা। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে সাঁত এতিয়েন।
লিগ আঁয় রোববার সাঁত এতিয়েন ও লিওঁর মধ্যকার ম্যাচে ঘটে এই অপ্রীতিকর কাণ্ড। ঘরের মাঠের লড়াইটি ২-১ গোলে জেতে অবনমন অঞ্চলের ক্লাব সাঁত এতিয়েন।
ম্যাচের ৪৪তম মিনিটে থ্রোয়ের জন্য যাচ্ছিল লিওঁ। ওই সময় হুট করে কিছু একটা এসে লাগে সহকারী রেফারির মাথায়। সঙ্গে সঙ্গে হাত দিয়ে মাথা চেপে ধরেন তিনি। ফরাসি দৈনিক লেকিপের প্রতিবেদনে বলা হয়েছে, বস্তুটি ছিল কয়েনের মতো।
লিওঁর চিকিৎসকরা দ্রুত ওই রেফারির কাছে ছুটে যান। পরে দুই দলের ফুটবলার ও ম্যাচ অফিসিয়ালরা মাঠ ছাড়েন।
প্রায় ৪০ মিনিটের মতো বন্ধ থাকে খেলা। তখন ১-০ গোলে এগিয়ে সাঁত এতিয়েন। পরে খেলা শুরু হলে ৬৭তম মিনিটে আরেকটি গোল করে স্বাগতিকরা। ৯ মিনিট পর একটি গোল শোধ দিতে পারলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি লিওঁ।
ম্যাচটির স্বাগতিক সাঁত এতিয়েন পরে বিবৃতি দিয়ে এক দর্শককে আটক করার কথা নিশ্চিত করে।
“আগামীকাল (সোমবার) তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে সাঁত এতিয়েন। ক্লাবটি সর্বোচ্চ কঠোরতার সঙ্গে কাজ করবে, এই বিচ্ছিন্ন কাজটি যেন শাস্তি পায় তা নিশ্চিত করার জন্য নিজস্ব কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করবে।”
লিওঁর বিপক্ষে জয়ে ৩০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে সাঁত এতিয়েন। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে লিওঁ।