স্প্যানিশ ফুটবল
Published : 31 Mar 2025, 03:29 PM
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে আবার মাঠে ফিরেছে ক্লাব ফুটবলের ব্যস্ততা। বার্সেলোনা তো তিন দিনেই মধ্যে খেলেছে দুটি ম্যাচ, মাঝের ব্যবধানটা আরও নিশ্চিত করে বললে মাত্র ৬৪ ঘণ্টা। কিন্তু তাদের পায়ে ছিল না কোনো ক্লান্তির ছাপ। আপন ছন্দেই ছুটে চলেছে তারা, তাতে রেকর্ড বইয়ে যোগ হচ্ছে নতুন নতুন রেকর্ড আর কীর্তি। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদও থেমে নেই।
জমে ওঠা লা লিগার শিরোপা লড়াইয়ে সবশেষ রাউন্ডের কিছু তথ্য-উপাত্ত নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য এই আয়োজন।
৮
লা লিগায় টানা আটটি ম্যাচ জিতেছে বার্সেলোনা। ২০২৪ সালের মে থেকে সেপ্টেম্বরের টানা ১১ জয়ের পর এটাই তাদের সবচেয়ে ধারাবাহিক সফল পথচলা।
কোনো এক মৌসুমের হিসাবে এই টানা আট জয় ২০১৮-১৯ আসরের পর বার্সেলোনার সবচেয়ে দীর্ঘ। লিগের এক আসরে টানা আটটির বেশি ম্যাচে তারা সবশেষ জিতেছিল ২০১৫-১৬ আসরে (টানা ১২ জয়)। এবার সেটাকে ছাড়িয়ে যেতে পারবে তারা?
৩৮
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩৮ গোল করেছেন রবের্ত লেভানদোভস্কি, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।
লা লিগায় গোলদাতার তালিকায়ও শীর্ষে আছেন লেভানদোভস্কি; ২৫ গোল নিয়ে, তালিকায় দুইয়ে থাকা কিলিয়ান এমবাপের চেয়ে তিনটি বেশি।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের হিসাবে লেভানদোভস্কির চেয়ে কেবল ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের মোহামেদ সালাহ বেশি গোল করেছেন (২৭টি)।
বায়ার্ন মিউনিখের জার্সিতে শেষ মৌসুমে (২০২১-২২) ৫০ গোল করেছিলেন লেভানদোভস্কি, তারপর এবারই কোনো মৌসুমে সবচেয়ে বেশি জালের দেখা পেয়েছেন পোলিশ তারকা। ছুটছেন পূর্বের রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে।
১০
বয়স ৩৫ বছর পূর্ণ হওয়ার পর লা লিগায় ১০ ম্যাচে একাধিক গোল করেছেন লেভানদোভস্কি। এই সময়ে তার বয়সী সব খেলোয়াড়রা মিলে মাত্র সাতবার এমনটা করতে পেরেছেন।
৩৩
রেয়াল মাদ্রিদের হয়ে অভিষেক মৌসুমে কিলিয়ান এমবাপে এখন পর্যন্ত গোল করেছেন ৩৩টি, স্পর্শ করেছেন তার আদর্শ ক্রিস্তিয়ানো রোনালদো ও রুড ফন নিস্টলরয়কে।
এই তালিকায় তাদের ওপরে আছেন অবশ্য এখনও একজন। চিলির কিংবদন্তি ইবান সামোরানো রেয়ালের জার্সিতে শুরুর মৌসুমে ৩৭ গোল করেছিলেন ৪৫ ম্যাচে।
৩৮৭
রেয়াল মাদ্রিদের জার্সিতে ৩৮৭টি লিগ ম্যাচ খেলে ফেললেন লুকা মদ্রিচ, ছাড়িয়ে গেলেন সাবেক রেয়াল অধিনায়ক মার্সেলোকে। আর সব প্রতিযোগিতা মিলিয়ে মাদ্রিদের দলটির হয়ে ক্রোয়াট তারকার ম্যাচ সংখ্যা হলো ৫৮০টি। সবকিছু পরিকল্পনামতো এগোলে রেয়ালের জার্সি পরে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬০০ ম্যাচ খেলা নবম খেলোয়াড় হয়ে যাবেন মদ্রিচ।
৪
এবারের লা লিগায় এখন পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে রেয়াল মাদ্রিদ ম্যাচ জিতেছে চারটি।
গত মৌসুমে তারা প্রথমে পিছিয়ে পড়ে ম্যাচ জিতেছিল সাতটি, এভাবে সবচেয়ে বেশি জিতেছিল জিরোনা (৮ ম্যাচ)।
৫২১
লা লিগায় ৫২১টি ম্যাচ খেললেন আতলেতিকো মাদ্রিদের অঁতোয়ান গ্রিজমান; স্পেনের বাইরের খেলোয়াড়দের মধ্যে লিওনেল মেসিকে (৫২০) ছাড়িয়ে রেকর্ডটি একার করে নিলেন ফরাসি তারকা।