Published : 02 Apr 2025, 08:41 PM
বার্সেলোনার জার্সিতে দানি ওলমো ও পাউ ভিক্তরের খেলা নিয়ে আবার জটিলতা শুরু হয়েছে। ক্লাবের বেতনবাবদ খরচের সীমারেখা মেনে এই দুই ফুটবলারের নিবন্ধন করানোর অবস্থা কখনোই ছিল না বলে দাবি করেছে লা লিগা কর্তৃপক্ষ। এ বিষয়ে স্পেনের ক্রীড়া মন্ত্রনালয়ের (সিএসডি) চূড়ান্ত সিদ্ধান্ত এই সপ্তাহেই আসার কথা।
গত গ্রীষ্মের দলবদলে এই দুজনকে দলে টানে বার্সেলোনা। তাদেরকে নিবন্ধন করানো নিয়ে লম্বা সময় অনিশ্চয়তা ও টানাপোড়েন চলতে থাকে। পরে দলের অন্যদের দীর্ঘমেয়াদী চোটে মৌসুমের প্রথমভাগের জন্য তাদেরকে নিবন্ধন করার সুযোগ পায় ক্লাবটি।
দ্বিতীয়ভাগের জন্য তাদের নিবন্ধনের জন্য ক্লাবটির আবেদন ডিসেম্বরে খারিজ করে দিয়েছিল বার্সেলোনার দুটি আদালত। এরপর তাদর আবেদন প্রত্যাখ্যান করে লা লিগা ও আরএফইএফ।
লিগের আর্থিক প্রবিধানের অনুগত থেকে তাদেরকে নিবন্ধনের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় লা লিগা। তবে সেই সময়ের মধ্যে নিবন্ধন করাতে পারেনি বার্সেলোনা।
তবে এই দুই সংস্থার বিরুদ্ধে কাতালান ক্লাবটির করা মামলার বিশ্লেষণ প্রক্রিয়া চলমান থাকায়, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই দুজনকে অস্থায়ী নিবন্ধন দেয় স্পেনের শীর্ষ ক্রীড়া আদালত। সেই সময় বলা হয়, সুনির্দিষ্ট রুলিং না দেওয়া পর্যন্ত দুজনের খেলতে বাধা নেই।
তখন বার্সেলোনার দেখানো ১০ কোটি ইউরো মূল্যের একটি চুক্তির ভিত্তিতে ওই অনুমতি দিয়েছিল সিএসডি। বলা হয়েছিল, নতুন রূপের কাম্প নউয়ের ভিআইপি আসন বিক্রি বাবদ আয়ের পরিমাণের ওপর করানো নিরীক্ষণের নামহীন নিরীক্ষকের বিষয়টি প্রকাশ করবে ক্লাব।
তবে গত সপ্তাহে বার্সেলোনা যে ২০২৪-২৫ মৌসুমের (আয়-ব্যয়ের) হিসাব প্রকাশ করেছে, তাতে ওই চুক্তির উল্লেখ নেই এবং এটা ভিন্ন এক নিরীক্ষকের দ্বারা অনুমোদিত।
বুধবার লা লিগার দেওয়া বিবৃতিতে বিষয়টি খোলাসাও করা হয়েছে।
“(বার্সেলোনার) আর্থিক বিবরনী দেখাচ্ছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর, কিংবা ২০২৫ সালের ৩ জানুয়ারি অথবা এখন পর্যন্তও তাদের ওলমো ও ভিক্তরকে নিবন্ধন করানোর সামর্থ্য নেই।”
পরবর্তীতে লা লিগা কর্তৃপক্ষ বার্সেলোনার সঙ্গে যোগাযোগ করে তাদের ব্যয়ের সীমা কমানোর জন্য, গত ফেব্রুয়ারিতে যা ৪৬ কোটি ৩০ লাখ ইউরো পর্যন্ত বেড়ে গিয়েছিল।
তবে বার্সেলোনার এক সূত্রের বরাতে ইএসপিএন জানতে পেরেছে, লা লিগার বিবৃতির ব্যাপারে এখনই কোনো মন্তব্য করার পরিকল্পনা নেই ক্লাবটির।