Published : 02 Aug 2023, 10:45 PM
দলের রক্ষণভাগে শক্তি বাড়াতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। বিবিসির খবর, ক্রোয়েশিয়ার ডিফেন্ডার ইয়োশকো ভার্দিওলকে কিনতে তার বর্তমান ক্লাব লাইপজিগের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
এই সপ্তাহের শেষ দিকে মেডিকেলের জন্য ইংল্যান্ডে যেতে পারেন ২১ বছর বয়সী এই ফুটবলার।
দিনামো জাগরেব থেকে ২০২১ সালে লাইপজিগে যোগ দেন ভার্দিওল। অল্প সময়েই বুন্ডেসলিগার ক্লাবটির গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত দলটির হয়ে ৮৭ ম্যাচ খেলে পাঁচ গোল করার পাশাপাশি অবদান রাখেন তিনটিতে।
ক্রোয়েশিয়া জাতীয় দলেও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন ভার্দিওল। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ২১ ম্যাচ খেলে দুই গোল করেছেন তিনি। ক্রোয়াটদের ২০২২ সালের কাতার বিশ্বকাপে তৃতীয় হওয়া এবং গত নেশন্স লিগে রানার্সআপ হওয়ার পথে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।